For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশে জোট বাঁধার পরই বালিখাদান কাণ্ডে সিবিআই জেরার মুখে অখিলেশ

২০১২-১৩ সালে সমাজবাদী পার্টির সরকারের আমলে হওয়া অবৈধ বালিখাদান কাণ্ডে অখিলেশ সিং যাদবকে জেরা করতে পারে সিবিআই।

  • |
Google Oneindia Bengali News

২০১২-১৩ সালে সমাজবাদী পার্টির সরকারের আমলে হওয়া অবৈধ বালিখাদান কাণ্ডে অখিলেশ সিং যাদবকে জেরা করতে পারে সিবিআই। সেইসময়ে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্বে তিনিই ছিলেন।

বালিখাদান কাণ্ডে সিবিআই জেরার মুখে অখিলেশ

সেইসময়ে অখিলেশের মন্ত্রিসভায় মন্ত্রীদের এই কেলেঙ্কারিতে কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখবে সিবিআই। খাদান কাণ্ডে দিল্লি ও উত্তরপ্রদেশের মোট ১২টি জায়গায় তল্লাশি চালানোর পর এই তথ্যই উঠে এসেছে।

সিবিআই খুব তাড়াতাড়ি সমন পাঠাতে চলেছে ততকালীন অখিলেশ সরকারের খাদান মন্ত্রী গায়েত্রী প্রসাদ প্রজাপতি। এমনটাই জানা গিয়েছে সংবাদসংস্থা পিটিআই সূত্রে।

ইতিমধ্যে সমাজবাদী পার্টির বেশ কয়েকজন নেতার বাড়িতে জেরা করা হয়েছে। তার মধ্যে রয়েছেন রমেশ মিশ্র, রাম অবতার রাজপুতরা। এছাড়া আইএএস অফিসার বি চন্দ্রকলার বাড়িতেও তল্লাশি চলেছে।

এই চন্দ্রকলার বিরুদ্ধে অভিযোগ, তিনি হামিরপুরের জেলাশাসক থাকাকালীন সপা নেতাদের অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দিয়ে নিজে মুনাফা লুটেছেন।

সেই তদন্তেই জলাউন, হামিরপুর, লখনৌ, দিল্লিতে তল্লাশি অভিযান চালানো হয়।

ঘটনা হল, এদিন সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির জোটের খবর সামনে আসার পরই সিবিআই সমনের সম্ভাবনা সামনে এসেছে। যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে।

English summary
Akhilesh Yadav under the CBI scanner in illegal sand mining case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X