For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমের ২ সন্তানের নীতিকে তোয়াক্কা না করে মুসলিমদের বিতর্কিত বার্তা বদরুদ্দিনের

অসমের ২ সন্তানের নীতিকে বাতিল! মুসলিমদের প্রতি এআইইউডিএফ নেতার আহ্বান নিয়ে বিতর্ক

  • |
Google Oneindia Bengali News

অসম সরকারের ২ সন্তানের নীতিকে বাতিল বলে ঘোষণা করে দিলেন, উত্তর-পূর্বের রাজ্যের অল ইন্ডিয়া ইউনাইডেট ডেমোক্রেটিক ফ্রন্ট দলের প্রধান বদরুদ্দিন আজমল। মুসলিমদের প্রতি তাঁর আহ্বান, যতগুলি পারবেন শিশু ধারণ করুন। তাঁর অভিযোগ, বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যে তাদের চাকরির সুযোগ করে দিতে ব্যর্থ হয়েছে।

 'ইসলাম দুই সন্তানের নীতিতে বিশ্বাস করে না'

'ইসলাম দুই সন্তানের নীতিতে বিশ্বাস করে না'

ছেন, ইসলাম দুই সন্তানের নীতিতে বিশ্বাস করে না। যারা পৃথিবীতে আসতে চায় তাদের কেউ বাধা দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। সরকার মুসলিমদের জন্য চাকরির বন্দোবস্ত করছে না বলেও অভিযোগ করেন তিনি। তারা চাকরির আশা করেন না বলেও জানিয়েছেন।

 'হিন্দুভাইদের সুযোগ দিন'

'হিন্দুভাইদের সুযোগ দিন'

আজমল বলেন, তিনি তাদের মানুষজনকে বলবেন, যতগুলি পারবেন শিশু নিন, তাদের শিক্ষিত করুন। যাতে তারা ব্যবসা, কম্পানি, দোকান খুলে চাকরির সুযোগ তৈরি করতে পারে। পাশাপাশি তারা যাতে হিন্দু ভাইদের চাকরির সুযোগ করতে পারে সেই চেষ্টাও করুন।

এআইইউডিএফ প্রধান রাজ্যের বিজেপি সরকারে দুই সন্তানের নীতিকে বাতিল করে দেন। তিনি বলেন, দুটির বেশি সন্তান থাকলে সরকারি চাকরি নয়, নীতি দুর্ভাগ্যজনক।

 সমালোচনায় কংগ্রেস

সমালোচনায় কংগ্রেস

এদিকে আজমলের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দলের নেতা জিতিনপ্রসাদ বলেছেন, এই ধরনের মন্তব্য বিজেপির হাতকেই শক্ত করছে। তিনি বলেন, এই মুহুর্তে নিজে থেকেই জনসংখ্যা নিয়ন্ত্রণ করাটা জরুরি। সেই সময় বদরুদ্দিন আজমলের মতো নেতা ধর্মীয় লাইনে বিষয়টি নিয়ে গিয়ে ভবিষ্যতে যুবক কিংবা শিশুদের জীবনমানকেই বারবাত করে দিচ্ছেন।

সমালোচনায় বিজেপি

সমালোচনায় বিজেপি

আজমলের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তিনি বলেন, ভারতে যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চালু করা না হয়, তাহলে পরের ৫০ বছরে হিন্দুত্ব এই দেশে নিরাপদ হবে না।

<strong>আগুনের ফুলকি থার্ড লাইনে! দুপুরে বিঘ্ন মেট্রো পরিষেবা</strong>আগুনের ফুলকি থার্ড লাইনে! দুপুরে বিঘ্ন মেট্রো পরিষেবা

English summary
AIUDF Chief challenges two child policy and told bear as many as you want. He alleged that BJP-led govt in the state was anyway not giving jobs to them.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X