For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বেকারত্ব' প্রসঙ্গ তুলে এয়ার ইন্ডিয়া ইস্যুতে মোদী সরকারকে তোপ 'সেনা'র! রাউত দিলেন কোন বার্তা

'বেকারত্ব' প্রসঙ্গ তুলে এয়ার ইন্ডিয়া ইস্যুতে মোদী সরকারকে তোপ 'সেনা'র! রাউত দিলেন কোন বার্তা

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের তরফে কপিল সিব্বল, বিজেপির অন্দরে থেকে সুব্রহ্মণ্যম স্বামী আর জোট থেকে বেরিয়ে গিয়ে এবার শিবসেনা.. এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণ নিয়ে সরকারের বিরুদ্ধে একের পর এক ক্ষোভের আত্মপ্রকাশ ঘটছে। মোদী সরকার গতকালই এয়ার ইন্ডিয়াকে বিক্রি করা নিয়ে একটি নির্দেশিক জারি করে।এরপর থেকেই তোলপাড় হয়েছে দেশের রাজনীতি।

শিবসেনার তোপ মোদী সরকারকে

শিবসেনার তোপ মোদী সরকারকে

এদিকে, শিবসেনার তরফে সরাসরি বেকারত্বের প্রসঙ্গ তুলে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ নিয়ে তোপ দাগা হয়েছে। শিবসেনার মুখপত্র 'সামনা'য় একটি সম্পাদকীয়তে সঞ্জয় রাউত লেখেন, ' এয়ার ইন্ডিয়া এককালে ভারতের গর্ব ছিল। তকে বলা হত মহারাজা। তবে দুটি দশকে এটা এই সংস্থা খানিকটা ঋণের বোঝায় নুব্জ হয়ে যায়। আর ঋণ বেশ কয়েক হাজার কোটি টাকা ঋণের দায় রয়েছে। প্রাথমিকভাবে এই সংস্থার বিক্রি ৭০ থেকে ৮০ শতাংশ করার কথা বলা হয়েছিল। তবে এবার গোটা এয়ার ইন্ডিয়াই বিক্রি হয়ে যাচ্ছে।'

'সামনা' য় সরকারের বিরুদ্ধে তোপ

'সামনা' য় সরকারের বিরুদ্ধে তোপ

'সামনা'দাবি, সরকার কিছুতেই এই এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাকে চালাতে পারছে না। আর তার জেরেই বেসরকারীকরণ একমাত্র উপায় হয়ে উঠছে? এমনই প্রশ্ন তুলে মোদী সরকারকে চরম তোপ দাগে 'সামনা'।

বেকারত্ব নিয়ে তোপ সরকারকে!

বেকারত্ব নিয়ে তোপ সরকারকে!

বেকারত্ব নিয়ে তোপ দেগে মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক নিশানা দেগেছেন মহারাষ্ট্রের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর প্রশ্ন, এই পদক্ষেপ থেকে 'বেকারত্ব ' ঘিরে কোনও আশঙ্কা দানা বাঁধবে কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। সঞ্জয় রাউতের প্রশ্ন,' এয়ার ইন্ডিয়ার হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ নিয়ে রয়ে যাচ্ছে প্রশ্ন। তাঁরা যেন সমস্যায় না পড়েন। সবাই জানেন যে জেট এয়ারওয়েজের কর্মীদের সঙ্গে যা হয়েছে তা যেন এয়ার ইন্ডিয়ার কর্মীদের সঙ্গে না হয়ে যায়। এটা নিশ্চিত করা উচিত যে মানুষ যেন কর্মহীন না হয়ে যান। ' আর এই প্রশ্ন তুলেই ফের একবার কেন্দ্রের প্রতি বিরোধিতা উস্কে দিয়েছেন সঞ্জয় রাউত।

 বাড়তি কর সংগ্রহের উপায় বাতলে দিলেন অভিজিত, কেন্দ্রে পদক্ষেপ নিয়ে প্রশ্ন বাড়তি কর সংগ্রহের উপায় বাতলে দিলেন অভিজিত, কেন্দ্রে পদক্ষেপ নিয়ে প্রশ্ন

English summary
Air India staff shouldn't go jobless like Jet Airways, says Sanjay Raut .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X