For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ -এ মমতার গড় দখলের লড়াইয়ে 'বাংলা' শিখছেন অমিত শাহ! বাঙালি শিক্ষককে কোন নির্দেশ

২১ -এ মমতার গড় দখলের লড়াইয়ে 'বাংলা' শিখছেন শাহ! বাঙালি শিক্ষক নিয়োগ করে কী চলছে বিজেপির অন্দরমহলে

  • |
Google Oneindia Bengali News

মাঝে মাত্র ১ টা বছর। তারপরই বাংলার মসনদ দখলের হাইভোল্টেজ লড়াই শুরু হয়ে যাবে। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের রণদুন্দুভি ইতিমধ্যেই বেজে উঠেছে। বিজেপির একনিষ্ঠ বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় দখলের লড়াইয়ে এবার পদ্মশিবিরের 'সেনাপতি' অমিত শাহ নিজে সবরকমের তোড়জোড় করে ময়দানে নামতে চলেছেন বলে খবর। এরজন্য কোনও 'সমরাস্ত্রেই' শান দিতে ছাড়ছে না গেরুয়া দল। একনজরে দেখে নেওয়া যাক , বাংলা ঘিরে কোন কোন পদক্ষেপ নিতে শুরু করেছেন অমিত শাহ।

অমিত শাহের বাংলা শিক্ষা

অমিত শাহের বাংলা শিক্ষা

এক নামী সংবাদপত্রের খবর অনুযায়ী, অমিত শাহ নিজের স্বরাষ্ট্রমন্ত্রক ও দলের কাজের বাইরে সময় বের করে নিয়ে শিখছেন বাংলা। এজন্য তিনি দিল্লিতে একজন বাঙালি শিক্ষকও নিয়োগ করেছেন বলে খবর । যে শিক্ষককে অমিত শাহের জন্য নিয়েগ করা হয়েছে, তিনি বাংলা ভাষা নিয়ে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব বলেই খবর।

 কোন কোন দায়িত্ব রয়েছে শিক্ষকের ওপর?

কোন কোন দায়িত্ব রয়েছে শিক্ষকের ওপর?

জানা গিয়েছে, বিজেপির চাণক্যকে বাংলা ভাষায় সরগর করে কথা বলানোই ওই শিক্ষকের মূল দায়িত্ব। এছাড়াও পশ্চিমবঙ্গ সম্পর্কে যাতে আরও ভালো ধরনা শাহ পেয়ে যান তাও নাকি শাহের 'শিক্ষক' এর দায়িত্বের মধ্যে রয়েছে। কোনটি বাংলার আবেগ, কোনটা বাঙালিদের পছন্দ অপছন্দ সমস্ত কিছু সম্পর্কে শাহকে পরামর্শ দিচ্ছেন ওই 'বাঙালি শিক্ষক'।

বাংলা শেখার মূল উদ্দেশ্য কী?

বাংলা শেখার মূল উদ্দেশ্য কী?

শাহ ঘনিষ্ঠ বহু বিজেপি নেতার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে হিন্দিভাষী অমিত শাহকে 'বহিরাগত' বলে দাবি আখ্যা দিয়েছেন। আর সেই তকমাই ঘুচিয়ে দিতে এবার অমিত শাহ নিজে নেমেছেন মাঠে। শিখছেন বাংলা ভাষা।

বাংলার আবেগকে সঙ্গে নিয়ে কোন পথে হাঁটতে চাইছে বিজেপি?

বাংলার আবেগকে সঙ্গে নিয়ে কোন পথে হাঁটতে চাইছে বিজেপি?

প্রসঙ্গত, দিল্লির একটি সূত্র এই নামী সংবাদমাধ্যমকে জানিয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গেরুয়া শিবিরকে একসঙ্গে নিয়ে বাঙালির আবেগকে ছুঁতে বদ্ধপরিকর বিজেপি। সেক্ষেত্রে দলের সভাপতির বাংলায় ভাষণ , পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে বাড়তি মাইলেজ দিতে পারে বলে খবর।

English summary
Ahead of 2021 West Bengal assembly vote Amit Shah learing Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X