For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাথা নোয়াল মোদী সরকার, সহায়ক মূল্য নিয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে রাজি, কৃষকদের চিঠি কৃষিমন্ত্রীর

মাথা নোয়াল মোদী সরকার, সহায়ক মূল্য নিয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে রাজি, কৃষকদের চিঠি কৃষিমন্ত্রীর

Google Oneindia Bengali News

আন্দোলনের ঝাঁঝ তো কমছে না উল্টে বাড়ছে। চতুর্থ সপ্তাহে পড়ল কৃষিআইনের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ। অবশেষে মাথা নোয়ানোর ইঙ্গিত দিল মোদী সরকার। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বৃহস্পতিবার বিক্ষুব্ধ কৃষকদের চিঠি দিয়েছেন। তাতে তিনি সহায়ক মূল্য নিয়ে কৃষকদের লিখিত প্রতিশ্রুতি দেওয়ার কথা জানিয়েছেন। বিক্ষুব্ধ কৃষকদের একাংশ সহায়ক মূল্যের উপর আইনি নিশ্চয়তা দাবি করেছিলেন। তাতে তাঁরা দাবি করেছিলেন সহায়ক মূল্যের চেয়ে কম দামে কৃষকদের কাছ থেকে ফসল কিনলে অভিযুক্তকে জেল অথবা মোটা টাকা জরিমানা অথবা দুটো সাজাই ভোগ করতে হবে।

কৃষকদের চিঠি কৃষিমন্ত্রীর

কৃষকদের চিঠি কৃষিমন্ত্রীর

এখনও কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। দিল্লির সীমান্তে প্রবল ঠান্ডার মধ্যেও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা। চতুর্থ সপ্তাহে পড়ল কৃষকদের আন্দোলন। কৃষকদের প্রবল জেদের কাছে অবশেষে সুর নরম করতে শুরু করেছে মোদী সরকার। সহায়ক মূল্য নিয়ে কৃষকদের লিখিত প্রতিশ্রুতি দেওয়ার কথা বলে চিঠি পাঠিয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর।

কৃষকদের দাবি

কৃষকদের দাবি

নতুন কৃষি আইনে সহায়ক মূল্য নিতে তেমন নিরাপত্তা কৃষকদের দেওয়া হয়নি। তাতেই প্রবল আপত্তি জানিয়েছিলন কৃষকরা। তাঁরা সহায়ত মূল্য নিয়ে আইনি নিশ্চয়তা দাবি করেছিল। তাঁদের দাবি ছিল সরকার নির্ধারিত সহায়ক মূল্যের চেয়ে কম দামে কৃষকদের কাছ থেকে ফসল কিনলে তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যাবে। অভিযুক্তের জেল, জরিমানা অথবা জেল ও জরিমানা দুটি সাজাই বলবত হবে।

মিথ্যে প্রচার হচ্ছে

মিথ্যে প্রচার হচ্ছে

চিঠিতে কৃষকদের সহায়ক মূল্য নিয়ে লিখিত প্রতিশ্রুতি দেওয়া পাশাপাশি নাম না করে বিরোধীদের আক্রমণ শানিয়েছেন তিনি। নরেন্দ্র সিং তোমর অভিযোগ করেছেন কৃষি আইন নিয়ে মিথ্যে প্রচার করা হচ্ছে। সহায়ক মূল্য ও মান্ডি নিয়ে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। কিন্তু বাস্তবে কৃষি আইনে সহায়ক মূল্য নিয়ে কৃষকদের স্বার্থই রক্ষা করা হয়েছে।

দাবিতে অনড় কৃষকরা

দাবিতে অনড় কৃষকরা

এখনও কৃষি আইনের প্রতিবাদে অনড় রয়েছেন কৃষকরা। তাঁরা কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন। মোদী সরকার যতদিন থাকবে ততদিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঙ্কার দিয়েছেন। এদিকে দিল্লিতে গতকাল এক কৃষক প্রবল ঠান্ডায় মারা গিয়েছেন। গতকাল কৃষকদের দুর্দশা দেখতে না পেরে আত্মঘাতী হয়েছেন এক শিখ ধর্মগুরু।

তৃণমূলে ধস, জিতেনের পর দল ছাড়লেন আরও এক 'হেভিওয়েট', বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল কাউন্সিলরতৃণমূলে ধস, জিতেনের পর দল ছাড়লেন আরও এক 'হেভিওয়েট', বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল কাউন্সিলর

English summary
Agriculture minister write letter to agitating farmers for MSP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X