For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানকে তুরস্কের সমর্থন বার্তা! মোদী নিয়ে ফেললেন পাল্টা বড় পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে এই মুহূর্তে সিরিয়ার মাটিতে তুর্কি আগ্রাসন চিন্তায় ফেলেছে তাবড় শক্তিধর দেশকে। সিরিয়া হানার থেকে তুরস্ককে বিরত করতে বিভিন্ন ফ্রান্স , ব্রিটেন থেকে আরব দেশগুলি তৎপর। এরকম এক পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাতিল করলেন তাঁর তুরস্ক সফর। নেপথ্যের করাণ, সিরিয়ায় তুর্কি আগ্রাসন নয়, তবে রয়েছে কাশ্মীর ইস্যু।

 কেন বাতিল হল মোদীর সফর ?

কেন বাতিল হল মোদীর সফর ?

তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইপ কয়েকদিন আগেই রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতের বিরুদ্ধে সুর তোলেন কাশ্মীর ইস্যুতে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া প্রসঙ্গে ভারতকে একহাত নেন তুর্কি প্রেসিডেন্ট। আর সেটাই ভালোভাবে নেয়নি দিল্লি। এরফলেই পাল্টা মোদীর তুরস্ক সফর বাতিল করা হয়েছে।

কী বলেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট

কী বলেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট


রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আলোচনা, , ন্যায়, সমতার দ্বারা কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে। কোনওভাবে সংঘাতের রাস্তায় হাঁটলে হবে না। তাইপের দাবি ছিল, দক্ষিণ এশিয়া যেভাবে সমৃদ্ধ হচ্ছে , তা থেকে যেন কাশ্মীর বঞ্চিত না হয়। এরপরেই মোদীর রোষানলে পড়ে যায় তুরস্ক।

ভারতের জবাব তুরস্ককে

ভারতের জবাব তুরস্ককে

তুরস্কের এমন মনোভাব ধরা পড়তেই দিল্লি থেকে যায় সাফ বার্তা। সেখানে বলা হয়েছে, তুরস্ক প্রশাসন যেন পরিস্থিতির সঠিক খবর নিয়েই তবে কাশ্মীর ইস্যুতে বক্তব্য রাখে। এই বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীন বিষয়।

English summary
After Turkey supports Pakistan on Kashmir Pm Modi calls off Ankara visit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X