For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জীবনে পেঁয়াজ মুখে দেননি! দাম বৃদ্ধি নিয়ে মুখ খুলে নতুন বিতর্কে মোদীর মন্ত্রী

জীবনে পিঁয়াজ মুখে দেননি! দাম বৃদ্ধি নিয়ে নতুন বিতর্কে মোদীর মন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

জীবনে পেঁয়াজ কোনও দিন মুখেই তোলেননি। পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে এমনটাই প্রতিক্রিয়া নরেন্দ্র মোদী মন্ত্রিসভার মন্ত্রী অশ্বিনী চৌবের। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, তিনি এমন এক পরিবার থেকে এসেছেন, যেখানে পেঁয়াজ কিংবা রসুনের সেরকম কোনও চল নেই।

পেঁয়াজের স্বাদ জানেন না মন্ত্রী

পেঁয়াজের স্বাদ জানেন না মন্ত্রী

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে বলেছেন, তিনি কখনও পেঁয়াজের স্বাদ পরখ করেননি। এর আগে জেল থেকে বের হওয়ার পর চিদাম্বরম তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনে নির্মলা সীতারমনের পেঁয়াজ না খাওয়ার বক্তব্যের সমালোচনা করেন।

পরিবারে পেঁয়াজের চল নেই

পরিবারে পেঁয়াজের চল নেই

বুধবার লোকসভায় বিতর্কে অংশ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, তিনি পেঁয়াজ কিংবা রসুন বেশি খান না। সঙ্গে তিনি বলেন, এমন এক পরিবার থেকে তিনি এসেছেন, যেখানে পেঁয়াজের সেরকম চল নেই। বিরোধীদের আক্রমণের জবাবে মন্ত্রী বলেন, পেঁয়াজ চাষের এলাকায় কমে যাওয়া এবং পেঁয়াজ কম উৎপন্ন হওয়ায় এই দাম বৃদ্ধি। বিরোধীদের অভিযোগ খণ্ডন করে সীতারমন বলেন, সরকার দাম বৃদ্ধি রুখতে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে। যার মধ্যে রয়েছে পেঁয়াজের আমদানির বিষয়টিও।

কংগ্রেসের প্রতিবাদ

কংগ্রেসের প্রতিবাদ

এদিকে, কংগ্রেস নেতা পি চিদাম্বরম, অধীর চৌধুরী, গৌরব গগৈ এবং অন্যরা সংসদের বাইরে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে এদিন প্রতিবাদ জানান। সেখান থেকেই স্লোগান ওঠে দরিদ্রদের হয়রানি বন্ধ করা হোক।

কংগ্রেসের কটাক্ষ

কংগ্রেসের কটাক্ষ

এদিন কর্নাটক কংগ্রেসের নেতা দীনেশ গুণ্ডু রাও কটাক্ষ করে বলেছেন, পেঁয়াজের দাম এতটাই বেড়েছে যে, যদি কেউ একটু বেশি পেঁয়াজ কিনতে যান, তাহলে আয়কর নোটিশ পাবেন। পেট্রোল, ডিজেলের পর এবার পেঁয়াজের মূল্য সাধারণকে আঘাত করছে বলে মন্তব্য করেছেন তিনি।

ভারতের দ্বিতীয় 'পলাতক আর্থিক অপরাধী'-র তকমা পেলেন নীরব মোদীভারতের দ্বিতীয় 'পলাতক আর্থিক অপরাধী'-র তকমা পেলেন নীরব মোদী

English summary
After Nirmala Sitharaman, another minister Ashwini Choubey he never tested onions creates controversy. On wednesday, Nirmala said she doesn't eat much of onion or garlic.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X