For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিফিনবক্স নিয়ে পাইলটের সঙ্গে মারপিটের জের, কর্মীদের টিফিন আনা বন্ধ করতে চলেছে এয়ার ইন্ডিয়া

টিফিন বাক্স পরিষ্কার করা নিয়ে পাইলটের সঙ্গে অপর এক কর্মী বচসা। যার জেরে এয়ার ইন্ডিয়ার বিমান উড়ল ৭৭ মিনিট দেরিতে।

Google Oneindia Bengali News

টিফিন বাক্স পরিষ্কার করা নিয়ে পাইলটের সঙ্গে অপর এক কর্মী বচসা। যার জেরে এয়ার ইন্ডিয়ার বিমান উড়ল ৭৭ মিনিট দেরিতে।

সোমবার বেঙ্গালুরু বিমানবন্দরে ঘটে এই ঘটনা। এআই-৭৭২ বিমানটির বেঙ্গালুরু থেকে কলকাতা আসার কথা ছিল। অভিযোগ, বিমান ছাড়ার ঠিক আগের মুহূর্তে পাইলট এক কর্মীকে নির্দেশ দেন, তাঁর টিফিন বাক্স পরিষ্কার করে দেওয়ার জন্য। সেই ত্রু মেম্বার এই কাজ করতে অস্বীকার করেন। তারপরই দু'‌পক্ষ তীব্র বচসায় জড়িয়ে পড়েন। বিমানের অন্য কর্মীরা এসে দু'‌জনকে থামান। যার জেরে প্রায় ৭৭ মিনিট পর কলকাতার উদ্দেশ্য রওনা হয় বিমানটি।

টিফিনবক্স নিয়ে পাইলটের সঙ্গে মারপিটের জের, কর্মীদের টিফিন আনা বন্ধ করতে চলেছে এয়ার ইন্ডিয়া

গোটা ঘটনায় যাত্রীরা রীতিমত হতবাক। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত হয়েেছ। অভিযুক্ত পাইলট এবং জুনিয়র বিমান কর্মীর সঙ্গেও কথা বলা হবে।
দোষ প্রমাণে কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পাইলটদের খাবার আনার উপর নিষেধাজ্ঞা জারির কথা ভাবনা চিন্তা করছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

English summary
After Fight Over lunchbox, Air India may ban pilots from bringing own food
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X