For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামাজিক দুরত্ব না মেনেই দীর্ঘ লাইন মদের দোকানে, দিল্লিতে চলল পুলিশের লাঠিচার্জ

সামাজিক দুরত্ব না মেনেই দীর্ঘ লাইন মদের দোকানে, দিল্লিতে চলল পুলিশের লাঠিচার্জ

Google Oneindia Bengali News

লকডাউনের তৃতীয় মেয়াদ চলছে গোটা দেশে। এরই মধ্যে দিল্লির ১৫০টি মদের দোকান খুলে গিয়েছে। সোমবার সেইসব মদের দোকানগুলির বাইরে ভোর থেকে মদ কেনার জন্য বিশাল লাইন পড়ে গিয়েছে। দিল্লির কিছু কিছু অংশে সকাল সাড়ে সাতটা থেকে মদ কেনার ধুম পড়েছে।

মদের দোকানে ভোর থেকে লাইন গ্রাহকদের

মদের দোকানে ভোর থেকে লাইন গ্রাহকদের

একই দৃশ্য নজরে এসেছে কর্নাটক, মহারাষ্ট্র সহ বেশ কিছু রাজ্যে। জানা গিয়েছে, মদের দোকানের বাইরে সোমবার ভোরবেলা থেকে লাইন দিতে দেখা যায় আম জনতাকে। এমনকি তখনও মদের দোকান পর্যন্ত খোলেনি। ২৪ মার্চ লকডাউনের পর থেকে মদের দোকান বন্ধ করে রাখা হয়েছিল। যদিও মাঝে বেশ কিছু মদের দোকান ও দামি ব্যান্ডের মদের সংস্থা সরকারকে মদের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার জন্য দাবি জানিয়েছিল।

পুলিশের লাঠিচার্জ, বন্ধ মদের দোকান

পুলিশের লাঠিচার্জ, বন্ধ মদের দোকান

দিল্লির কাশ্মীরি গেটে মদের দোকানের লাইনে কোনও সামাজিক দুরত্ব না মেনেই লম্বা লাইনে কাছাকাছি মানুষ দাঁড়িয়ে ছিল। লকডাউনের নিয়ম না মানার জন্য পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। স্বরাষ্ট্রমন্ত্রক সম্প্রতি স্বস্তি দিয়ে দেশের সব মদের দোকান খোলার অনুমতি দিয়েছে তব কিছু কড়া শর্তসাপেক্ষে। যার মধ্যে সামাজিক দুরত্ব অন্যতম। অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ার কারণে ঝিল চৌক রোডের মদের দোকান বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ। মদের দোকানে প্রচুর সংখ্যায় মানুষ ভিড় জমিয়ে ফেলে এবং সামাজিক দুরত্বের নিয়ম মানতে চায় না। আপ বিধায়ক সোমনাথ ভারতী টুইটারে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, মালভিয়া নগরের মদের দোকানে মানুষের ভিড় দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। জানা গিয়েছে, দিল্লির দেশ বন্ধু গুপ্ত রোডে মদের দোকানের লাইন ১ কিলোমিটার পর্যন্ত চলে যায়।

রেড জোনে দিল্লি

রেড জোনে দিল্লি

দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সোমবার থেকে জাতীয় রাজধানীতে ১৫০টি মদের দোকান খুলে দেওয়া হয়েছে। তৃতীয় লকডাউনের মেয়াদ বাড়ানোর সময় এটা করা হল। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৫৪৯ এবং এটি রেড জোনের মধ্যে পড়ছে।

পাকিস্তান গিলগিট বালতিস্তানের অবৈধ দখল ছেড়ে দিক! পাক সুপ্রিম কোর্টের নির্দেশর পর রণহুঙ্কার ভারতেরপাকিস্তান গিলগিট বালতিস্তানের অবৈধ দখল ছেড়ে দিক! পাক সুপ্রিম কোর্টের নির্দেশর পর রণহুঙ্কার ভারতের

English summary
People were seen gathering outside the liquor shops from early morning even before the shops could open for sales. Liquor shops across the country were shut down with the lockdown that was announced on March 24.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X