For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩০০ টি নতুন করোনা হটস্পট দেশে! কোন পদ্ধতিতে সন্ধান পেয়ে যাচ্ছে কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

করোনার দানবীয় দংশনে লকডাউনের তৃতীয় পর্যায়ে দেশ। তবুও আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ছুঁয়ে ফেলতে চলেছে। কিছুতেই বাগে আসছে না করোনা পরিস্থিতি। এমন অবস্থায় দেশে নতুন করে ৩০০ টি হটস্পটের সন্ধান পেয়ে গিয়েছে কেন্দ্র।

দেশে সুস্থতার পরিসংখ্যান

দেশে সুস্থতার পরিসংখ্যান

শুধুমাত্র৮ থেকে ৯ মের মধ্যেই দেশে করোনা পরিস্থিতির জেরে ৩৩২০ জনের নতুন করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। অন্যদিকে ৯৫ জনের মৃত্যুর খবরও ৮ থেকে ৯ মের মধ্যে এসেছে।

 সুস্থতার সংখ্যা

সুস্থতার সংখ্যা

দেশে সুস্থ হয়ে উঠছেন ১৭৮৬৪ জন। করোনার প্রবল দংশন কাটিয়ে এই রোগীরা ঘরে ফিরছেন। এদিকে, ভারতের করোনার জেরে সুস্থতার শতাংশ ২৯.৯১ । যে হার রীতিমতো কম বলে মনে করা হচ্ছে। তবে অন্যান্য দেশের তুলনায় ভারতে আক্রান্তের সংখ্যা প্রবল বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। তবে বহু সংখ্যক টেস্টিং দেশে হচ্ছে বলেই আক্রান্তের আসল সংখ্যা জানা যাচ্ছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রকের।

 নতুন করে ৩০০ টি হটস্পট

নতুন করে ৩০০ টি হটস্পট

দেশে নতুন করে ৩০০ টি করোনা হটস্পটের সন্ধান পেয়ে গিয়েছে কেন্দ্র। এর জেরে করোনা নিয়ে কেন্দ্রের কাছে স্পষ্ট হয়েছে কোভিড মানচিত্র। আরোগ্য সেতু অ্যাপের দ্বারা দেশে কোথায় কোথায় হটস্পট রয়েছে তা জানা গিয়েছে। একথা জানিয়েছে নীতি আয়োগ।

আরোগ্য সেতু ও হটস্পট

আরোগ্য সেতু ও হটস্পট

আরোগ্য সেতু অ্যাপের দ্বারা দেশে মোট ৬৫০ টি নতুন করোনা হটস্পটের সন্ধান পাওয়া গিয়েছে। নীতি আয়োগের তরফে জানানো হয়েছে যে ৯৬ মিলিয়ন মানুষ এই হটস্পটে রেজিস্টার করেছে। এই অ্যাপই জানান দিচ্ছে যে , কাকে টেস্ট করতে হবে, আর কোথায় গিয়ে টেস্ট করতে হবে।

<strong>'ভয় পেয়েছে মমতা', ৯ দিনে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি না হতেই বিজেপি সরব নয়া পদক্ষেপে</strong>'ভয় পেয়েছে মমতা', ৯ দিনে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি না হতেই বিজেপি সরব নয়া পদক্ষেপে

English summary
Aarogya Setu App Alerted About 300 "Emerging Hotspots" says Niti Ayog CEO
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X