For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকের চিন্তামণিতে একের পর এক ফাটল ৮০০টি সিলিন্ডার, আতঙ্ক এলাকায়

কর্ণাটকের চিন্তামণিতে একটি গুদামঘরের সামনে রাখা প্রায় ৮০০টি গ্যাস সিলিন্ডারের ধারাবাহিক বিস্ফোরণে আতঙ্ক ছড়াল এলাকায়। তিনটি লরিতে এই গ্যাস সিলিন্ডারগুলি রাখা ছিল বলে জানা গিয়েছে।

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২৬ ডিসেম্বর : কর্ণাটকের চিন্তামণিতে একটি গুদামঘরের সামনে রাখা প্রায় ৮০০টি গ্যাস সিলিন্ডারের ধারাবাহিক বিস্ফোরণে আতঙ্ক ছড়াল এলাকায়। তিনটি লরিতে এই গ্যাস সিলিন্ডারগুলি রাখা ছিল বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

এসএলএন এজেন্সি তিনটি লরিতে এইচপি গ্যাস সিলিন্ডার ভর্তি করে রাখা হয়েছিল। পরের দিন সকালে তা বাড়ি বাড়ি পৌঁছনোর কথা ছিল। রবিবার দিন রাত ১ টা নাগাদ গ্যাসভর্তি সিলিন্ডারের একটি লরিতে অগ্নিসংযোগের ফলেই এই দুর্ঘটনা।

কর্ণাটকের চিন্তামণিতে একের পর এক ফাটল ৮০০টি সিলিন্ডার, আতঙ্ক এলাকায়

আচমকা লরিতে আগুন লাগলে তা মূহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। বিকট শব্দ করে বিস্ফোরণ হয়। বিস্ফোরণ শব্দ এত তীব্র ছিল যে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত সেই শব্দ শোনা গিয়েছিল।

বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। দমকেলর বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় লরি তিনটি ভস্মীভূত হয়ে গিয়েছে, আশপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। কীভাবে আগুন গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে লাগল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

English summary
800 cylinders explode in succession in Chintamani, Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X