For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে ফের বড় ভাঙন, দল ছাড়লেন ৮০ জন নেতা! 'সংখ্যালঘু সেল' ঘিরে তোলপাড় ইন্দোরে

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব ইস্যুতে যখন গোটা দেশ তোলপাড় প্রতিবাদের ঝড়ে, তখন বিজেপির অন্দরেও প্রতিবাদের ঝড় অব্যাহত। বেশ কয়েকদিন ধরেই সিএএ নিয়ে ক্ষোভে ফুঁসছিল মধ্যপ্রদেশে বিজেপির সংখ্যালঘু সেল। আর তার জেরেই দল ছাড়লেন বিজেপির প্রায় ৮০ জন নেতা। একনজরে দেখে নেওয়া যাক , কী ঘটে চলেছে বিজেপির অন্দরমহলে ।

সমস্যা শুরু অনেক আগেই!

সমস্যা শুরু অনেক আগেই!

সমস্যা যে শুধু শুরু হয়েছে সিএএ ঘিরে তা নয়, সূত্রের দাবি, মধ্যপ্রদেশে বিজেপির সংখ্যালঘু সেল বিব্রত লোকসভা নির্বাচন থেকেই। সেই সময় ভোপালে প্রজ্ঞা সিং ঠাকুরের প্রার্থীপদ নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মধ্যপ্রদেশ বিজেপিতে। সেই কোন্দল কয়েক মাসে বড়সড় আকার নিয়েছে সিএএ ঘিরে। এমনই দাবি বেশ কয়েকটি সূত্রের।

 ইন্দোরে পদত্যাগ ৮০ জনের

ইন্দোরে পদত্যাগ ৮০ জনের

জানা গিয়েছে, বিজেপির অন্দরে সিএএ ঘিরে কোন্দলের জেরে ইন্দোর বিজেপি থেকে পদত্যাগ করেছেন ৮০ জন সংখ্যালঘু সেলের নেতা। দলত্যাগী সমস্ত নেতাদের দাবি, হিন্দু-মুসলিম ভেদাভেদ না করে সরকারের উচিত বেকারত্ব ঘোচানোর দিকে নজর দেওয়া।

 সংখ্যালঘু সেলের নেতাদের কোন দাবি?

সংখ্যালঘু সেলের নেতাদের কোন দাবি?

মধ্যপ্রদেশ বিজেপির তরফে ওয়াসিম ইকবালের দাবি, নিজেদের সম্প্রদায়ের মানুষের কাছে মুখ দেখাতে গিয়ে সমস্যায় পড়ছেন তাঁরা। তিল তালাক থেকে শুরু করে অযোধ্যা ইস্যু ঘিরে যে বিজেপির অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে , তাও জানান ওয়াসিম ইকবাল।

 সিএএ নিয়ে বিজেপির ইন্দোরের সংখ্যালঘু সেলের দাবি

সিএএ নিয়ে বিজেপির ইন্দোরের সংখ্যালঘু সেলের দাবি

ইন্দোরের সংখ্যালঘু সেলের দাবি, বিজেপির অন্দরে রয়েছে সিএএ ঘিরো ক্ষোভ। তিনি জানান, দেশের ১৫ শতাংশ মানুষের জন্য এখন দেশের ৮৫ শতাংশ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দেওয়া হচ্ছে এনআরসি ও সিএএ করে। দেশের ৩১ শতাংশ মানুষ সমস্ত কাগজপত্র দেখাবেন এমনটা আশাই করা যায় না।

English summary
80 BJP minority cell leader Resigns over CAA.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X