For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7th Pay Commission: সরকারি কর্মচারীদের জন্য একের পর এক বড় ঘোষণা! মহার্ঘ ভাতা ঘোষণার পর আরও এক ধামাকা

গত কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড়সড় সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ দিয়েছে সরকার। এক ধাক্কায় প্রায় ২৫ শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আর এর মধ্যে আরও এক সুখবর সরকারি কর

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড়সড় সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ দিয়েছে সরকার। এক ধাক্কায় প্রায় ২৫ শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আর এর মধ্যে আরও এক সুখবর সরকারি কর্মচারীদের জন্য।

এবার সরকারি কর্মীদের জন্য বৃদ্ধি করা হল সরকারি কর্মীদের House Rent Allowance। এক ধাক্কায় ২৭ শতাংশ এইচআরএ বৃদ্ধি করা হয়েছে। একদিকে ডিএ অন্যদিকে এইচআরএ বৃদ্ধির ঘোষণাতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডবল বোনজা!

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডবল বোনজা!

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডবল বোনজা!

দীর্ঘ দুবছর ধরে ডিএ আটকে ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সম্প্রতি সেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। ফলে বেতন বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মীদের। আর এই আনন্দের মধ্যেই আরও এক বড় খবর। ২৭ শোতাংশ করে দেওয়া হয়েছে এই House Rent Allowance। ২০১৭ সালের ৭ জুলাই এক নির্দেশ অনুসারে যখন মহার্ঘ ভাতা ২৫ শতাংশ পেরিয়ে যাবে সেই সময় হাউস রেন্টও রিভাইস করে দেওয়া হবে। ১ লা জুলাই থেকে ডিএর সুবিধা পাবেন কেদ্রিয় সরকারি কর্মীরা। সেই সঙে House Rent Allowance-এর সুবিধাও ভোগ করবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

House Rent Allowance বৃদ্ধি করা হচ্ছে

House Rent Allowance বৃদ্ধি করা হচ্ছে

হাউস রেন্ট অ্যালাউন্সে পরিবর্তন আনার পর বেশ কয়েকটি বিভাগে ভাগ করা হয়েছে। X' ক্লাস বিভাগের জন্য House Rent Allowance ২৭ শতাংশ পাবে। Y' ক্লাস বিভাগের জন্য ১৮ শতাংশ, 'Z' ক্লাসের বিভাগের জন্য ৯ শতাংশ হবে। তবে আগে সেটি যথাক্রমে ২৪ শতাংশ, ১৬ শতাংশ এবং ৮ শতাংশ ছিল।

কত হতে পারে House Rent Allowance

কত হতে পারে House Rent Allowance

যে সমস্ত শহরে ৫০ লক্ষের বেশি মানুষ বাস করে সেগুলিকে 'X' বিভাগে ফেলা হয়। পাঁচ লক্ষের বেশি যে শহরে বসবাসকারী তাঁদের 'Y' ক্যাটাগরিতে ফেলা হবে। ৫ লক্ষ্যর কম বসবাসকারী শহর 'Z' ক্যাটাগরিতে ফেলতে হবে। এই তিন ক্যাটাগরিতে নুন্যতম House Rent Allowance ৫৪০০, ৩৬০০ এবং ১৮০০ টাকা হবে। এরপরের ধাপে মহার্ঘ ভাতা আরও বৃদ্ধি পেলে House Rent Allowance ও বৃদ্ধি পাবে। অর্থাৎ সেই সময় House Rent Allowance হবে ৩০ শতাংশ।

English summary
7th Pay Commission: house rent allowance increase for central government employees
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X