For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতার ৭৫ বছর, মোদীর সাথেই ওড়িশা-পাঞ্জাব-গোয়া সহ একাধিক রাজ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীদের

স্বাধীনতার ৭৫ বছর, মোদীর সাথেই ওড়িশা-পাঞ্জাব-গোয়া সহ একাধিক রাজ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীদের

  • |
Google Oneindia Bengali News

৭৫তম স্বাধীনতা দিবসে সকাল থেকেই সাজ সাজ রব গোটা দেশজুড়েই। এমনকী লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়েও একগুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণা করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার সেই একই রাস্তায় হাঁটতে দেখা গেল একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকেও। এদিন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আবার বিজু স্বাস্থ্য কল্যান যোজনার আওতায় ৩.৫ কোটি মানুষের জন্য স্মার্ট স্বাস্থ্য কার্ডের ঘোষণা করেছেন।

অলিম্পিক নিয়ে বড় ঘোষণা কেজরির

অলিম্পিক নিয়ে বড় ঘোষণা কেজরির

অন্যদিকে ৭৫তম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটেই বড় ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। অলিম্পিক আয়োজন নিয়ে দিলেন বড় প্রস্তাব। কেজরির দাবি ২০৪৭ সালের পর দিল্লিতেই বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞের আসর বসানোর জন্য মাঠে নামবে তাদের সরকার। দেশের স্বাধীনতার ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে এই আয়োজন করার প্রচেষ্টা করা হবে বলে জানান তারা। এমনকী তার জন্য এথন থেকে পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে বলে জানান আপ প্রধান।

গোয়াতে বিনামূল্যের পানীয় জল

গোয়াতে বিনামূল্যের পানীয় জল

অন্যদিকে বড় ঘোষণা শোনা গিয়েছে গোয়াতেও। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘোষণা করেছেন এই বছরের সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত বাসিন্দাদের বিনামূল্যে কলের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করবে সরকার। রবিবার ৭৫তম স্বাধীনতা দিবসে বক্তৃতা দেওয়ার সময় প্রমোদ সাওয়ান্ত বলেন, বাসিন্দাদের প্রতি মাসে ১৬০০০ হাজার লিটার জল বিনামূল্যে দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে পানীয় জলের সমস্যা এই রাজ্যে দীর্ঘদিনের। সেখানে এই প্রকল্পের বাস্তবায়ন সম্ভব হলে তা গোয়াবাসীর বড় লাভ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

বড় ঘোষণা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরও

বড় ঘোষণা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরও

অন্যদিকে পাকিস্তানের হাত থেকে রাজ্যবাসীকে রক্ষার জন্য এদিন বড় ঘোষণা করতে দেখা যায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে। পাকিস্তানের ঘৃণ্য পরিকল্পনার বিরুদ্ধে আওয়াজ তুলে তিনি বলেন, "আমরা শান্তি চাই কিন্তু আমাদের ভূখণ্ডে কোনো আগ্রাসন বা আক্রমণ সহ্য করব না"। তিনি জোর দিয়ে বলেন, পাঞ্জাবের জন্য যে কোনো হুমকির অর্থ হবে সমগ্র ভারতের জন্য বিপদ। অন্যদিকে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে তেরঙ্গা উত্তোলনের পর পাঞ্জাবের জনগণের উদ্দেশে সিং কেন্দ্রের কৃষি আইন বাতিলের জন্য কৃষকদের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

 মোদীর গতি শক্তি প্রকল্প

মোদীর গতি শক্তি প্রকল্প

অন্যদিকে এদিন লালকেল্লায় মোদীর একাধিক বড় ঘোষণার মধ্যে ছিল গতি শক্তি প্রকল্প। দেশের কর্মসংস্থার বৃদ্ধিতে নতুন করে জোর দিতে ১০০ লক্ষ কোটির গতি শক্তি প্রকল্পের সূচনা করেন তিনি। সূত্রের খবর, এই বিশাল পরিমাণ অর্থ আগামীতে মূলত রাস্তা, রেললাইন, বিমান পরিষেবার উন্নয়নের জন্য খরচ হবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
75 years of independence big announcements with modi in several states including orissa punjab goa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X