For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭৩তম স্বাধীনতা দিবসে ডুডলের মাধ্যমে ভারতকে শুভেচ্ছা গুগলের, দেশ জুড়ে উৎসব

৭৩তম স্বাধীনতা দিবসে ডুডলের মাধ্যমে ভারতকে শুভেচ্ছা জানাল গুগল। ভারতের ঐতিহ্য, শিল্প, সংস্কৃতির পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের সামগ্রিক কোলাজ পরপর ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জি

  • |
Google Oneindia Bengali News

৭৩তম স্বাধীনতা দিবসে ডুডলের মাধ্যমে ভারতকে শুভেচ্ছা জানাল গুগল। ভারতের ঐতিহ্য, শিল্প, সংস্কৃতির পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের সামগ্রিক কোলাজ পরপর ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন।

নানা ভাষা নানা মত

নানা ভাষা নানা মত

গুগলের ডুডলে দেশের নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মধ্যেও একতা ও সম্প্রীতি যার তুলিতে জীবন্ত হয়ে উঠেছে তিনি নিজে একজন ভারতীয়। শিল্পী শাইভালিনি কুমারের এই কাজ বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে। বিশ্বের দরবারে ভারতকে গর্বিত করার কোন কোণাই ছাড়েননি তিনি।

উদার ভারত

গুগল ডুডলের ছবিতে সুনিপুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে সাম্প্রতিক সময়ে ইসরোর মহাকাশ অভিযানের সাফল্য। এলজিবিটি সমাজের সাত রঙা পতাকার ছবি এঁকে ভারতের উদারতাও শিল্পী শাইভালিনি কুমারের তুলিতে সুন্দর বর্ণনা পেয়েছে। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে যে ভারতে বাঘের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। দক্ষিণরায়ের ছবি এঁকে সেই সাফল্যকেও জীবন্ত করেছেন শিল্পী। রয়েছে জাতীয় পাখি ময়ূরের ছবিও।

দেশ জুড়ে উৎসব

৭৩তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। সব রাজ্যের স্কুল, কলেজ ও সরকারি অফিসে সকালেই তেরঙ্গা উত্তোলন করা হয়েছে। জাতীয় পতাকা ও বিপ্লবী-মণীষীদের ছবিতে মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন ক্লাব, মহল্লা ও রাস্তা। লাউড স্পিকারে চলছে দেশাত্মবোধক গান। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি অফিসে সাফাই অভিযানে হাত লাগিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি।

সাম্প্রদায়িক সম্প্রীতি

সাম্প্রদায়িক সম্প্রতি অটুট রাখার বার্তা প্রচার করা হচ্ছে দেশের সব প্রান্তে। স্মরণ করা হয়েছে মণীষীদের বিভিন্ন উক্তি। ভারত মায়ের জয়ধ্বনির মাধ্যমে সব ব্যবধান ঘুঁচিয়ে ফেলার সংকল্প নেওয়া হয়েছে। ঘুড়ি উড়িয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে রাজধানীর আকাশে।

বিদেশেও স্বাধীনতা

বিদেশেও স্বাধীনতা

ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপন করেছেন ভারতীয়রা। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জন্মভূমিকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রবাসীরা।

English summary
73rd Independence Day has been celebrated in India, Google wishes India with Doodle
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X