For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএনএক্স মিডিয়া মামলার তদন্ত নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ৭১ জন প্রাক্তন আমলার

শুধু চিদাম্বরম নন আইএনএক্স মিডিয়া মামসার দুর্নীতির তদন্তে ইডির স্ক্যানারে রয়েছেন একাধিক আমলা এবং প্রাক্তন আমলাও। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন অবসর প্রাপ্ত ৭১ জন আমলা।

Google Oneindia Bengali News

শুধু চিদাম্বরম নন আইএনএক্স মিডিয়া মামসার দুর্নীতির তদন্তে ইডির স্ক্যানারে রয়েছেন একাধিক আমলা এবং প্রাক্তন আমলাও। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন অবসর প্রাপ্ত ৭১ জন আমলা। চিঠিতে তাঁরা লিখেছেন মোদী সরকার আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় যে পদক্ষেপ করছেন তাতে চাপ বাড়ছে আমলাদের উপর। এতে কােজ সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। একাধিক স‌ৎ আমলা ভবিষ্যতে কাজ করতে ভয় পাবেন বলে প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখেছেন তাঁরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন অবসর প্রাপ্ত ৭১ জন

প্রধানমন্ত্রীকে তাঁরা অনুরোধ করেছেম একটি নির্দিষ্ট সময়ের পর ফাইন যেন আর খোলা না হয়। এই চিিঠতে স্বাক্ষর রয়েছে মন্ত্রিসভার প্রাক্তন সচিব এমকে চন্দ্রশেখর, বিদেশমন্ত্রকের প্রাক্তন সচিব, প্রাক্তন বিদেশ সচিব সুজাতা সিং, প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেমন ও পাঞ্জােবর প্রাক্তন ডিজিপি জুলিও রিবেরিওর।
এই প্রাক্তন সচিবরা এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রাজনৈিতক স্বার্থে একাধিক অবসরপ্রাপ্ত আধিকারিকদের তদন্তে জড়ানো হচ্ছে। তদন্তের নামে তাঁদের হেনস্থা করা হচ্ছে।
গতমাসে প্রাক্তন নীতি আয়োগ সিইও সুধাশ্রী কুল্লারের বিরুদ্ধে তদন্তের অনুমতি পেয়েছে সিবিআই। এছাড়াও একাধিক প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে তদন্তের অনুমতি পেয়েছে িসবিআই। তারপরেই প্রাক্তন আমলাদের এই চিঠি বলে মনে করা হচ্ছে।

English summary
71 retired bureaucrats wrote letter to Modi on INX Media case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X