For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝাড়খণ্ডের লাতেহার থেকে গ্রেফতার পুলিশ হত্যায় অভিযুক্ত ৭ মাওবাদী

Google Oneindia Bengali News

সোমবার ঝাড়খণ্ডের লাতেহার থেকে গ্রেফতার করা হল কমপক্ষে ৭ জন মাওবাদীকে। পুলিশ জানিয়েছে এই মাওবাদীরা গতবছরের ২২ নভেম্বর ৪ পুলিশকে হত্যা করার ঘটনা যুক্ত। এই বিষয়ে সংবাদমাধ্যকে ডিআইজি হোমকার ভেণুকান্ত বলেন, 'এই মাওবাদীরা ছান্দওয়াতে হামলা চালিয়েছিল গত বছরের ২২ নভেম্বর। সেই ঘটনায় ৪ পুলিশকর্মী প্রাণ হারিয়েছিলেন।'

ঝাড়খণ্ডের লাতেহার থেকে গ্রেফতার পুলিশ হত্যায় অভিযুক্ত ৭ মাওবাদী

এর আগে রবিবারই ঝাড়খণ্ডের বালুমঠ পুলিশ থানার অন্তর্গত তিতির মহওয়া জঙ্গল থেকে পাঁচ মাওবাদীকে গ্রেফতার করেছিল পুলিশ।

লাতেহারের পুলিশ সুপার জানান, পুলিশ গোপন সূত্রে খবর পায় যে তিতির প্রসুতি কমিটি বলে একটি সংগঠন বালুমঠ ও লাভালঙ পুলিশ থানার এলাকার সীমান্ত ঘেষে কোথাও যাচ্ছে। এই খবর পেয়েই পুলিশ সেই সংগঠনকে ধরতে একটি দল সেখানে পাঠায়। তাদের তৎপরতাতেই এই মাওবাদীদের ধরা সম্ভব হয়েছে।

এর আগে ঝাড়খণ্ডেন নির্বাচন শুরু হতেই প্রথম দফার নির্বাচনের দিন মাওবাদীরা হামলা চালিয়েছিল গুমলা জেলার বিষ্ণুপুর এলাকায়। সেখানে মাওবাদীদের করা বিস্ফোরণের জেরে ওই এলাকার একটি সেতু ভেঙে পড়ে।

এরপর গতবছরের ২৯ ডিসেম্বরও হামলা চালায় মাওবাদীরা। নয়া মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথগ্রহণের আগেই খুঁটি জেলার সেলদা গ্রামে বিস্ফেোরণে উড়ে গিয়েছিল কমিউনিটি সেন্টারের একাংশ। বিস্ফোরণস্থলের পাশেই উদ্ধার হয়েছে মাওবাদী পোস্টারও।

English summary
7 Maoists Arrested From Latehar District in Jharkhand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X