For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা টিকাকরণে ফের নয়া মাইলফলক পার করল ভারত, বছর শেষে কী পূরণ হবে লক্ষ্যমাত্রা?

করোনা টিকাকরণে ফের নয়া মাইলফলক পার করল ভারত, বছর শেষে কী পূরণ হবে লক্ষ্যমাত্রা?

  • |
Google Oneindia Bengali News

করোনা টিকাকরণেই(corona vaccination) দ্রুত সাফল্যের পথে এগিয়ে চলেছে ভারত। কয়েকদিন আগেই ৭৫ কোটি টিকাকরণের মাইলস্টোন ছাড়িয়ে যায় ভারত। এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত প্রাপ্ত বয়ষ্ককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল ভারত। বর্তমান পরিসংখ্যানে দেখা যাচ্ছে ইতিমধ্যেই ৬৬ শতাংশ প্রাপ্ত বয়ষ্ক করোনা টিকার কমপক্ষে একটি ডোজ পেয়ে গিয়েছেন। আর তাতেই হাসি ফুটেছে স্বাস্থ্য মন্ত্রকের( Union Health Ministry) আধিকারিকদের মুখে।

কী বলছে স্বাস্থ্য মন্ত্রক

কী বলছে স্বাস্থ্য মন্ত্রক

অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশকে একটি করে ডোজ দেওয়া হয়েছে। প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশকে টিকার দুটি ডোজ দেওয়া হয়েছে। এদিকে ভারতে টিকা প্রবর্তনের পর ৮ মাসেরও বেশি সময় কেটে গেছে। প্রতিমাসেই বেড়েছে দৈনিক টিকা দেওয়ার গতি। প্রথম মাসে, দিনে গড়ে ৩ লাখ টিকা দেওয়া হলেও এখন তা ৭১ লাখে পৌঁছেছে। এদিকে জনসংখ্যার দিক থেকে ভারতকে কেবল চিনের সাথে তুলনা করা যেতে পারে।

 কী বলছে ৮ মাসের টিকা পরিসংখ্যান

কী বলছে ৮ মাসের টিকা পরিসংখ্যান

এদিকে গত ৮ মাসের টিকা অভিযানের দিকে তাকালে দেখা যাবে ভারত প্রতিদিন গড়ে ৩১.৭ লক্ষ টিকা ডোজ দেওয়া হয়েছে। সেখানে চিনে প্রতিদিন ৭৯ লক্ষ ডোজ দেওয়া হয়েছে। সেখানে দৈনিক টিকাকরণের নিরিখে গোটা বিশ্বের চিনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এদিকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার জানান হয়েছে ৬১ কোটি ৮৫ লক্ষ মানুষকে করোনা টিকার প্রথম ডোজটি দেওয়া হয়েছে।

 ভারতের থেকে টিকাকরণে এগিয়ে কোন কোন দেশ

ভারতের থেকে টিকাকরণে এগিয়ে কোন কোন দেশ

এদিকে করোনার কারণে তীব্র ভাবে ক্ষতিগ্রস্ত ৩০টি দেশের মধ্যে ১২টি দেশ ভারতের পরে টিকা দেওয়া শুরু করে। এই দেশগুলির মধ্যে অনেকেই টিকা বণ্টন ও সরবরাহ সমস্যার সম্মুখীন হয়। তবে অনেক দেশেই বর্তমানে জনসংখ্যার বিচারে টিকাকরণে অনেকটাই এগিয়ে গিয়েছে। পরিসংখ্যান বলছে মালয়েশিয়া, জাপান, ব্রাজিল এবং কলম্বিয়া দ্রুত টিকাদান করেছে, এমনকী ভারতের তুলনায় অনেক বড় জনসংখ্যাকে অনেক কম সময়ে টিকাকরণের আওতায় নিয়ে এসেছে। যদিও ইরান, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন, বাংলাদেশ এবং ইরাক ভারতের পিছনে রয়েছে।

১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে একাধিক রাজ্য

১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে একাধিক রাজ্য

এদিকে কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে ইতিমধ্যে ৬টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, চণ্ডিগড়, গোয়া, হিমাচল প্রদেশ, সিকিম ও আন্দামান-নিকোবর প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ১০০ শতাংশকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়ে গিয়েছে। সেখানে ৯০ শতাংশ জনতাকে করোনা টিকার প্রথম ডোজ দিয়ে ফেলেছে আরও চারটি রাজ্যে। এখানেই দেখা যাচ্ছে নতুন আশার আলো।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
India crosses new milestone in corona vaccination, what will be the target at the end of the year?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X