For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৈরি কোভিশিল্ডের ৪ কোটি ডোজ, বড়দিনের আগেই বাজারে আসতে পারে সিরামের করোনা টিকা

তৈরি সিরামের করোনা টিকা কোভিশিল্ডের ৪ কোটি ডোজ

  • |
Google Oneindia Bengali News

করোনা যুদ্ধে রোজই নতুন করে আশার কথা শোনাচ্ছে পুনের সিরাম ইন্সস্টিটিউট। ইতিমধ্যেই সিরামের হাতে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার দ্বিতীয় ও তৃতীয় পর্বের ট্রায়াল চলছে দেশের ১৫টি জায়গায়। তারই সঙ্গে অক্সফোর্ডের ফর্মুলায় তৈরি কোভিশিল্ড ভ্যাকিসিনের ৪ কোটি ডোজও প্রস্তুত হয়ে গিয়েছে বলেও জানান সিরাম সিইও আদার পুনাওয়ালা।

তৈরি কোভিশিল্ডের ৪ কোটি ডোজ, বড়দিনের আগেই বাজারে আসতে পারে সিরামের করোনা টিকা

ইতিমধ্যেই তৃতীয় পর্বের ট্রায়ালের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত নাম লিখিয়েছেন প্রায় ১৬০০ জন স্বেচ্চাসেবক। ট্রায়াল চলছে দেশের ১৫টি জায়গায়। এদিকে তিন পর্বের ট্রায়ালেও এখনও পর্যন্ত খারাপ খবর আসেনি বলেও জানান সিরাম প্রধান। এমনকী স্বেচ্ছাসেবকদের শরীরে বিশেষ কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি বলে জানান তিনি। তবে সেফটি ট্রায়ালের চূড়ান্ত রিপোর্ট হাতে আসার পরেই তা কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের কাছেও পাঠানো হবে বলে জানান তিনি।

ওয়াকিবহাল মহলের ধারণা সব কিছু ঠিক ঠাক চললে বড়দিন আগে বা খুব দেরি হলে আগামী বছরের শুরুতেই সুখবর দিতে পারে সিরাম। তাই এখন শুধুই সময়ের অপেক্ষা। ড্রাগ কন্ট্রোল বিভাগের অনুমতি মিললেই বাজারজাত করা হবে টিকা। তাই আগাম প্রস্তুতি সেরে রাখতে ইতিমধ্যেই ৪ কোটি কোভিশিল্ডের ডোজ ভাঁড়ারে রাখছে সিরাম। এদিকে এই টিকার দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে হবে বলে আগেই জানান সিরাম সিইও আদার পুনাওয়ালা। সূত্রের খবর, কোভিশিল্ডের প্রতিটা ডোজের দাম পড়বে তিন ডলার বা ভারতীয় মুদ্রায় ২২৫ টাকার কাছাকাছি।

দিওয়ালির আগেই কেন্দ্রের আত্মনির্ভর রোজগার যোজনা, কী জানালেন নির্মলা সীতারমনদিওয়ালির আগেই কেন্দ্রের আত্মনির্ভর রোজগার যোজনা, কী জানালেন নির্মলা সীতারমন

{quiz_424}

English summary
Although 40 million doses of corona vaccine Covishield have been made, now waiting for permission by center to market it
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X