For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুপ্রবেশের চেষ্টা রুখে বড় সাফল্য ভারতীয় সেনার! কাশ্মীর সীমান্তে খতম ৩ জঙ্গি

Google Oneindia Bengali News

করোনা প্রকোপ চলাকালীন লকডাউনের মধ্যে বারবার পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের হামলা দেখেছে কাশ্মীর। এর জবাবে ভারতীয় সেনার তৎপরতাও ছিল প্রশংসনীয়। সেই পথেই হেঁটে আরও একটি সাফল্য অর্জন করল ভারতীয় সেনা। এদিন কাশ্মীরে অনুপ্রবেশ রুখে দিয়ে তিন জঙ্গিকে খতম করল সেনা।

কাশ্মীরের রাজৌরি জেলায় অনুপ্রবেশের চেষ্টা

কাশ্মীরের রাজৌরি জেলায় অনুপ্রবেশের চেষ্টা

জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৈশেরা সেক্টরে রবিবার থেকে পাকিস্তানের দিক থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল কয়েকজন জঙ্গি। সেই অনুপ্রবেশের রুখতে সমর্থ হয় ভারতীয় সেনা। এই সময়, তিন জঙ্গিকে খতমও করে তারা।

সীমান্ত লাগোয়া প্রায় ১২টি গ্রাম সিল করেছে সেনা

সীমান্ত লাগোয়া প্রায় ১২টি গ্রাম সিল করেছে সেনা

মৃত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সেনা। এদিকে আরও জঙ্গি লুকিয়ে ভারতে ঢুকে পড়েছে এই আশঙ্কায় রাজৌরি ও পুঞ্চ জেলায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। সেখানকার সীমান্ত লাগোয়া প্রায় ১২টি গ্রাম সিল করে দিয়ে সেখানে তল্লাশি চালানো হচ্ছে।

বিএসএফ-এর তরফে একটি পৃথক তল্লাশি

বিএসএফ-এর তরফে একটি পৃথক তল্লাশি

এদিকে বিএসএফ-এর তরফেও একটি পৃথক তল্লাশি শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া-সাম্বা সেক্টরের হীরানগরে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে খবর। সেখানেও এলওসি বরাবর জঙ্গি তৎপরতা নজরে এসেছে বলে খবর।

জম্মু-পাঠানকোট হাইওয়েতে কড়া নজরদারি

জম্মু-পাঠানকোট হাইওয়েতে কড়া নজরদারি

গত কয়েক বছর ধরেই হীরানগর, সাম্বা, কাঠুয়া, জম্মু ও নাগরোতা দিয়ে বারবার জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। কাশ্মীর ছাড়া জম্মুর এই জায়গাগুলো খুবই স্পর্শকাতর। এখান দিয়ে অনুপ্রবেশ করেই বারবার সেনা, পুলিশের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। এই কথা মাথায় রেখেই নিয়ন্ত্রণরেখা ও জম্মু-পাঠানকোট হাইওয়েতে কড়া নজরদারি শুরু করেছে সেনা ও পুলিশ।

<strong>জর্জ ফ্লয়েড কাণ্ডে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা বেজিংয়ের! মার্কিন প্রশাসনকে কটাক্ষ করে কী বলল চিন?</strong>জর্জ ফ্লয়েড কাণ্ডে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা বেজিংয়ের! মার্কিন প্রশাসনকে কটাক্ষ করে কী বলল চিন?

English summary
3 terrorist neutralised in kasmir's noushera sector while trying to infiltrate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X