For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন, ভারতের জবাবে নিহত অন্তত ৩ পাক সেনা!

Google Oneindia Bengali News

শুক্রবার জম্মু ও কাশ্মীরে পুঞ্চ সেক্টরে হঠাৎই পাকিস্তানের সেনা সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ভারতের উপর হামলা চালায় বলে খবর পাওযা যায়। এই হামলার জবাবে ভারতীয় সেনা পাল্টা গুলি চালালে তাতে অন্তত তিনজন পাক সেনা নিহত হন বলে জানা গিয়েছে।

গত ছয়দিন ধরে লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাক সেনা

গত ছয়দিন ধরে লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাক সেনা

ভারতীয় সেনার তরফে জানা গিয়েছে গত ছয়দিন ধরে লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। এর জবাবেই এদিন ভারতের পক্ষ থেকে পাল্টা গুলি চালানো হয়। সেই সময়ই হামলাকারী পাক সেনাদের মধ্যে তিনজন নিহত হন বলে জানানো হচ্ছে। এছাড়া আরও বেশ কয়েকজন পাক সেনা জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

যুদ্ধের মেজাজে পাকিস্তান

যুদ্ধের মেজাজে পাকিস্তান

করোনা ভাইরাসের আবহে যখন ভারত ও পাকিস্তান দুই দেশই প্রবল বিপদে, তখন যুদ্ধের মেজাজ থেকে সরতে পারছেন না ইমরান খান ও পাক সেনা। প্রসঙ্গত, গতকালই ভারতের বিরুদ্ধে তোপ দেগে টুইট বার্তায় হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর এরপর এদিন এই ঘটনা ঘটল।

ভারতের বিরুদ্ধে ইমরানের তোপ

ভারতের বিরুদ্ধে ইমরানের তোপ

টুইট বার্তায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান লেখেন, 'আমি বিশ্বকে সচেতন করতে চাই ভারতের ফল্স ফ্ল্যাগ অপরেশনের মরিয়া চেষ্টা নিয়ে। যার নিশানায় পাকিস্তান রয়েছে। পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ হচ্ছে বলে ভারত যা প্রচার করছে তা ভুয়ো , তা মিথ্যা তা ভ্রান্ত।'

কাশ্মীরকে অশান্ত করার চেষ্টায় মত্ত পাকিস্তান

কাশ্মীরকে অশান্ত করার চেষ্টায় মত্ত পাকিস্তান

মূলত, হামলার জমি তৈরির ঘটনাকে সামরিক পরিভাষায় ফল্স ফ্ল্যাগ অপরেশন বলা হয়। আর ইমরানের দাবি, ভারত দুই দেশের পরিস্থিতিকে উত্তেজিত করতেই বারবার অভিযোগ তুলছে পাকিস্তানের তরফে অবৈধ অনুপ্রবেশের। তবে এদিনের ঘটনায় পরিষ্কার যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি নয়, কাশ্মীরকে অশান্ত করার চেষ্টায় মত্ত হয়েছে পাক সেনা।

ঔরঙ্গাবাদ দুর্ঘটনা : ৩৬ কিলেমিটার হেঁটে ক্লান্ত হতেই চিরনিদ্রায় শায়িত হন শ্রমিকরাঔরঙ্গাবাদ দুর্ঘটনা : ৩৬ কিলেমিটার হেঁটে ক্লান্ত হতেই চিরনিদ্রায় শায়িত হন শ্রমিকরা

English summary
3 pakistani soldiers killed after indian army fired back in kashmir's poonch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X