For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফসলের ক্ষতি রুখতে ২৩ টি ময়ূরকে বিষ খাইয়ে হত্যা রাজস্থানে

ফসলের ক্ষতি রুখতে ২৩ টি ময়ূরকে বিষ খাইয়ে হত্যা রাজস্থানে

  • |
Google Oneindia Bengali News

জমিতে কীটনাশক ব্যবহারের জেরে রাজস্থানে প্রাণ হারালো ২৩ টি ময়ূর। ফসলের ক্ষতি করছে বলে ২৩ টি ময়ূরকে বিষ খাইয়ে মারার অভিযোগ ওঠে রাজস্থানের বিকনার জেলায় সেরুনা গ্রামের কৃষক দীনেশ সিং চামারের বিরুদ্ধে। ইতিমধ্যেই বন্য প্রাণ সংরক্ষণ আইনের ১৯৭২ প্রাসঙ্গিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে খবর।

ফসলের ক্ষতি রুখতে ২৩ টি ময়ূরকে বিষ খাইয়ে হত্যা রাজস্থানে


সোমবার বিষয়টি যখন প্রকাশ্যে আসে তখন গ্রামবাসীরা জমিতে ইতস্তত ছড়িয়ে থাকতে দেখে ময়ূরের পালক। অনেক অনুসন্ধানের পর উদ্ধার হয় পায়রা সহ একাধিক মৃত ময়ূরের দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয় গ্রামবাসীদের মধ্যে। সূত্রের খবর, বর্তমানে বন দফতরের কর্মীরা অকুস্থল থেকে মৃত ময়ূরের দেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ওই কৃষক তার জমিতে বেশ কিছু সবজীর বীজ বপন করেছিলেন। বিভিন্ন পাখি ও ময়ূরের উপদ্রবে ফসলের ক্ষতি এড়াতেই জমির আশেপাশে কীটনাশক ও বিষযুক্ত দানা ব্যবহার করেছিলেন তিনি।

সরকারী বন সংরক্ষক ইকবাল সিংহ এই প্রসঙ্গে জানিয়েছেন, "তদন্ত চলছে, ওই কৃষককে গ্রেফতার করা হয়েছে এবং আগামী মঙ্গলবারেই তাকে আদালতে তোলা হবে। "

English summary
23 peacocks were poisoned and killed in rajasthan to avoid crop loss
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X