For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে একদিনে ২৩ হাজার জন করোনা আক্রান্ত, ভয়াবহ পরিস্থিতি কর্ণাটকে

  • |
Google Oneindia Bengali News

বলা হয়, বাংলার বাইরে যে সমস্ত শহরে সবচেয়ে বেশি বাঙালির বাস তারমধ্যে প্রযুক্তিনগরী বেঙ্গালুরু অন্যতম। এই বেঙ্গালুরুর পরিস্থিতিই করোনার জেরে ক্রমেই সংকটজনক হয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বেঙ্গালুরুতেই করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে।

বেঙ্গালুরুতে একদিনে ২৩ হাজার জন করোনা আক্রান্ত, ভয়াবহ পরিস্থিতি কর্ণাটকে

ভালো নেই কর্ণাটক। গোটা কন্নড়ভূমে করোনার জেরে শেষ একদিনে ৫০ হাজার জন আক্রান্ত হয়েছেন। কর্ণাটকের স্বাস্থ্য বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় ৫০,১১২ টি নতুন করোনা কেস দেখা গিয়েছে কর্ণাটকের বুকে। যা এখনও পর্যন্ত কর্ণাটকের কোভিডের অতিমারীর ইতিহাসে দেখা যায়নি। সবচেয়ে ভয়ানক বিষয়, বেঙ্গালুরুর বুকেই শুধু ২৩ হাজার জন্য করোনা আক্রান্ত হয়েছেন নতুন করে।

শেষ ২৪ ঘণ্টায় কর্ণাটকে ৩৪৬ জনের করোনার জেরে মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, কর্ণাটকের পজিটিভিটি রেট ৩২ শতাংশ হতে পারে। দেখা যাচ্ছে কর্ণাটকে প্রতি ৩ জনে একজন করোনা আক্রান্ত ।কর্ণাটকে ৫০ হাজারের বেশি করোনা আক্রান্ত হলেও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬,৮৪১ জন। কর্ণাটকে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪,৮৭,২৮৮ জন।এদিকে, করোনার জেরে দেশের বুকে তৃতীয় স্রোত আসা এখন সময়ের অপেক্ষা। এদিন একথা জানালেন কেন্দ্রীয় প্রিন্সিপাল সায়ন্টিফিক অ্যাডভাইজার কে বিজয়রাঘবন।

প্রসঙ্গত, দেশে প্রথম কোভিড কেস কর্ণাটকেই দেখা যায়। ২০২০ সালের ৮ মার্চ সেই কেস রিপোর্ট করা হয়। তারপর থেকে কর্ণাটকে ১৭,৪১,০৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত কর্ণাটকে করোনা মুক্ত হয়েছেন ১২,৩৬৮৫৪ জন। উল্লেখ্য, এদিন কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভারত করোনার জেরে তৃতীয় স্রোত দেখতে পারে আগামী দিনে। তবে কবে সেই স্রোত আসবে , তা এখনই বলা যাচ্ছে না। দিল্লিতে এদিন এক সাংবাদিক সম্মেলন করে সরকার জানিয়েছে যে , করোনার দ্বিতীয় স্রোত যে এভাবে ধাক্কা দেবে, তা আগে আঁচ করা যায়নি। প্রসঙ্গত , এই স্রোতের জেরে স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি অত্যন্ত করুণ পরিণতির দিকে গিয়েছে।

English summary
23,000 New cases in Bengaluru alone, Karnataka breaks Covid-19 record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X