For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯৩-এর মুম্বই বিস্ফোরণে যুক্ত গ্যাংস্টার টাইগার মেমনের ভাই ইউসুফের মৃত্যু

Google Oneindia Bengali News

মুম্বইয়ের গ্যাংস্টার টাইগার মেমনের ভাই ইউসুফ মেমন মারা গেল মহারাষ্ট্রের নাসিকের কারাগারে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ইউসুফ মেমন হার্ট অ্যাটাকের কারণে মারা গিয়েছে। তবে এখনও বিষয়টি নিশ্চিত করা যায়নি।

ইউসুফ মেমন মুম্বই বোমা বিস্ফোরণে দোষী সাব্যস্ত

ইউসুফ মেমন মুম্বই বোমা বিস্ফোরণে দোষী সাব্যস্ত

ইউসুফ মেমন ১৯৯৩ সালে হওয়া ভয়াবহ মুম্বই বোমা বিস্ফোরণে অভিযুক্ত ছিলেন। ইউসুফ মেমন ২০০৭ সালে দোষী সাব্যস্ত হন এবং তাকে ২০১৮ সালে নাসিক কারাগারে স্থানান্তরিত করা হয়।

২৭ বছর কেটে গেলেও টাইগারের খোঁজ নেই

২৭ বছর কেটে গেলেও টাইগারের খোঁজ নেই

১৯৯৩ মুম্বই ধারাবাহিক বিস্ফোরমের মূলচক্রী ছিলেন তিনিই। কিন্ত ২৭ বছর কেটে গেলেও তার টিকিও ছুঁতে পারেনি পুলিশ। এর আগে ২০১৫ সালে টাইগারের অন্য ভাই ইয়াকুব মেমনের ফাঁসি হয়। সেও মুম্বই হামলার সঙ্গে যুক্তি ছিল।

পাকিস্তানে লুকিয়ে দাউদ

পাকিস্তানে লুকিয়ে দাউদ

টাইগার মেমন ১৯৯৩ সালে মুম্বই নগরে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ও অন্যতম প্রধান আসামি। মুম্বই হামলায় ২৫৭ জন প্রাণ হারিয়েছিলেন। টাইগার পলাতক রয়েছেন। এই মামলার আরেক গুরুত্বপূর্ণ আসামি দাউদ ইব্রাহিম পাকিস্তানে লুকিয়ে রয়েছেন বলে ধারণা করা হয়।

কী হয়েছিল ২৭ বছর আগে?

কী হয়েছিল ২৭ বছর আগে?

১৯৯৩ সালের ১২ মার্চ ভারতের মাটিতে প্রথম আরডিএক্স বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ২৫৭ জন। আহত হন ৭০০ জন। প্রথম বিস্ফোরণে কেঁপে উঠেছিল বম্বে স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ের বেসমেন্ট, মৃত ৮৪, আহত ২১৭। এরপর একে একে নারসি নাথা স্ট্রিট, শিব সেনা ভবন লাগোয়া পেট্রোল পাম্প, নারিম্যান পয়েন্ট, এয়ার ইন্ডিয়া বিল্ডিং, মাহিমের জেলে কলোনি, সেঞ্চুরি বাজার ও জাভেরি বাজার কেঁপে উঠেছিল।

English summary
1993 Mumbai Blast accomplice Tiger Memon's brother Yusuf Memon has died in jail in Nashik Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X