For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি কোভিড গ্রাফের থেকে ১০ গুণ বেশি মৃত! ফের প্রশ্নের মুখে বিহারের স্বাস্থ্য মন্ত্রক

সরকারি কোভিড গ্রাফের থেকে ১০ গুণ বেশি মৃত! ফের প্রশ্নের মুখে বিহারের স্বাস্থ্য মন্ত্রক

  • |
Google Oneindia Bengali News

করোনার আসল পরিসংখ্যান গোপনের অভিযোগে গত কয়েক সপ্তাহ ধরেই একাধিকবার খবরের শিরোনামে এসেছে বিহার, মধ্যপ্রদেশের মতো একাধিক রাজ্য। এমনকী এক ধাক্কায় হাজার হাজর করোনায় মৃতের সংখ্যাও বাড়তে দেখা গিয়েছে একাধিক রাজ্যে। বর্তমান তথ্য বলছে করোনার দ্বিতীয় পর্বে বিহারে প্রায় ৭৫ হাজারের বেশি মৃত মানুষ রয়েছেন, যাদের সরকারি তালিতায় যুক্তই করা হয়নি।

সরকারি কোভিড গ্রাফের থেকে ১০ গুণ বেশি মৃত! ফের প্রশ্নের মুখে বিহারের স্বাস্থ্য মন্ত্রক

এই তথ্য সামনে আসতেই ফের প্রশ্নের মুখে পড়ে গিয়েছে বিহারের স্বাস্থ্য মন্ত্রক। এদিকে কয়েকদিন আগেই কোভিড পরিসংখ্যান সংশোধনের পর একধাক্কায় মৃতের সংখ্যা প্রায় ৬ হাজার বেড়ে যায় নীতীশের রাজ্যে। যদিও তার থেকেও বেশি উদ্বেগ বাড়ায় মধ্যপ্রদেশ। নয় সমীক্ষা বলছে মধ্যপ্রদেশে সরকারি পরিসংখ্যানে যে পরিমাণ মানুষের মৃত্যুর কথা বলা হচ্ছে আদপে বাস্তবিক ভাবে তা তিনগুণেরও বেশি।

যদিও বিহারের পরিসংখ্যান দেখে বর্তমানে ফের চমকে উঠছেন সকলে। বাস্তব চিত্রের সাথে সরকারি কোভিড গ্রাফের এই বিশাল ব্যবধানের জন্য বাড়ছে উদ্বেগ। সহজ কথায় দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণের কারণে বর্তমানে বিহারের সরকারি পরিসংখ্যানে মৃত্যুর যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে তা আদপে বাস্তব চিত্রের থেকে ১০ গুণ কম। এমতাবস্থায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এ হেন বিশালাকার গড়মিল কী স্বতঃপ্রণোদিত ভাবেই করেছে সরকার ?

এদিকে বর্তমানে গোটা দেশে দুই পর্ব মিলিয়ে এখনও পর্যন্ত করোনার কবলে পড়েছেন ২ কোটি ৯৮ লক্ষের বেশি মানুষ। মারা গিয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজারের বেশি মানুষ। সেখানে বিহারে এখনও পর্যন্ত করোনার কবলে পড়েছেন ৭ লক্ষ ১৯ হাজারের বেশি মানুষ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মারা গিয়েছেন ৯ হাজার ৫৪৩ জন। কিন্তু মৃতের আসল সংখ্যার সঙ্গে সরকারি পরিসংখ্যান এই বিশাল ফারাকে স্বভাবতই এবার আক্রান্তের আসল সংখ্যা নিয়েও বাড়ছে উদ্বেগ।

৮১ দিন পর দেশে করোনার দৈনিক আক্রান্ত ৬০ হাজারের নিচে, একনজরে পরিসংখ্যান৮১ দিন পর দেশে করোনার দৈনিক আক্রান্ত ৬০ হাজারের নিচে, একনজরে পরিসংখ্যান

English summary
In Bihar, the death toll from the second phase corona infection is 10 times higher than the official figures
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X