For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভেবেছিলাম ফর্সা, লম্বা ছেলেটা ভাল, কিন্তু দেখলাম অন্যরকম! রাজীবকে তীব্র আক্রমণ মমতার

শনিবার চতূর্থ দফার নির্বাচন। এই দফায় প্রচারের শেষ লগ্নে ব্যাক টু ব্যাক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিনের প্রথম সভাটি করেছেন হুগলির বলাগড়ে। পরে শ্রীরামপুরে সভা করেন মমতা।

  • |
Google Oneindia Bengali News

শনিবার চতূর্থ দফার নির্বাচন। এই দফায় প্রচারের শেষ লগ্নে ব্যাক টু ব্যাক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিনের প্রথম সভাটি করেছেন হুগলির বলাগড়ে। পরে শ্রীরামপুরে সভা করেন মমতা।

সেখান থেকে বিজেপিকে তীব্র তুলোধনা তৃণমূল নেত্রীর। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ তাঁর। একই সঙ্গে শ্রীরামপুরে প্রচার মঞ্চ থেকে নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গদ্দার বলেও তোপ নেত্রীর। মানুষ সব জানেন বলে পালটা দিলেন রাজীবও!

গদ্দার বলে রাজীবকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়

গদ্দার বলে রাজীবকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচনী প্রচার থেকে এদিন নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন মমতা। গদ্দার, মির্জফর বলে তোপ তাঁর। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটা গদ্দার মির্জফরকে আগের বার এখান থেকে মনোনয়ন দিয়েছিলাম। কিন্তু পড়ে শুনলাম ও নাকি মানুষের টাকা মেরেছে! এই বিষয়ে কিছু ই তো আগে জানতাম না। এখন সব শুনছি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন যে শেষ আমায় বলেছিল কারিগরি দফতর দিতে। তাহলে টাকা চুরি করতে পারত। জিজ্ঞাসা করুন, কত সম্পত্তি করেছে। আগে জানলে অনেক আগে সরিয়ে দিতাম। ভেবেছিলাম, ফর্সা, লম্বা ছেলেটা ভাল, কিন্তু দেখলাম অন্যরকম। একেবারে তুলোধনা করে ছাড়লেন নেত্রী।

বিজেপি দৈত্যের দল

বিজেপি দৈত্যের দল

এদিন বিজেপিকেও তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, সব হোটেলে ভর্তি ভর্তি টাকা। লেনদেন হচ্ছে! সবাইকে টাকা দিচ্ছে। অনেক রাজনৈতিক নেতাদের টাকা দিয়ে কিনে নিচ্ছে। এদিন এমনই মারাত্মক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তাঁর অভিযোগ, কোটি কোটি টাকাতে বিক্রি হয়েছে অনেক গদ্দার। গদ্দার একটা, দুটো হয়, সব হয় না। তবে বাংলায় লড়ে নেবো বিজেপিকে। আত্মবিশ্বাস মমতার মুখে। এক চোখ দিয়ে জল বেরোচ্ছে, অন্য চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে বিজেপি-র। বিজেপি ছদ্মবেশী শয়তান। দৈত্যের দল বলেও তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

গ্রামে গ্রামে বাহিনীকে ব্যবহার করে অত্যাচার করা হচ্ছে

গ্রামে গ্রামে বাহিনীকে ব্যবহার করে অত্যাচার করা হচ্ছে

বাংলা কোনওদিনই তোমাদের হবে না। বাংলার মেরুদণ্ড ভেঙে দেওয়া অত সহজ নয়। ডোমজুড়ের মানুষেরা মাথায় রাখবেন। অনেক কেন্দ্রীয় বাহিনী এসেছে। এলাকায় মা বোনেদের উপর অত্যাচার করা হচ্ছে বিজেপি-র হয়ে। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই বাহিনী এমন কাজ করছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে নেত্রী বলেন, আমি কেন্দ্রীয় বাহিনীকে শ্রদ্ধা করে, কিন্তু এদের শ্রদ্ধা করি না বলে দাবি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় বাহিনীকে আবেদন, আপনারা বিজেপি-র হয়ে কাজ করতে গ্রামে গ্রামে যাবেন না।

কল্যাণের প্রশংসা মমতার মুখে

কল্যাণের প্রশংসা মমতার মুখে

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায় মমতা মুখে। তিনি বলেন, কল্যাণ সকলের জন্য থাকে, বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়ে। ঝাঁপিয়ে পড়ার আগে এত ভাবেন না তিনি।

রাজীব গড়ে বিনিয়োগের হিসাব দিলেন মমতা

রাজীব গড়ে বিনিয়োগের হিসাব দিলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ২৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। আগামিদিনে ডোমজুড়ের ছেলে মেয়েদের আর বাইরে যাওয়ার দরকার নেই। প্রচার সভা থেকে এমনটাই দাবি করলেন মমতা। তিনি বলেন, এখানে ১৯টি প্রকল্পের সূচনা করেছি। ৭২ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। হাওড়ায় বিপুল শিল্প বিনিয়োগ হচ্ছে। আরও ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে দাবি তাঁর। আর তা হলে বাংলার ছেলেমেয়েদের কর্মসংস্থান নিয়ে বড় একটা দিক খুলে যাবে বলে মনে করেন নেত্রী।

English summary
ahead of wet bengal assembly election 2021 mamata banerjee tarhet rajib banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X