For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোনাল্ডো বা মেসির মধ্যে যে কারোর হাতে এ বারের বিশ্বকাপ দেখতে চান রুনি

রোনাল্ডো বা মেসির মধ্যে যে কারোর হাতে এ বারের বিশ্বকাপ দেখতে চান রুনি

Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপ ২০২২ খুব সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ দুই নক্ষত্র লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কেরিয়ারের। কেরিয়ারের শেষ বিশ্বকাপ কি জিততে পারবেন এই দুই মহানক্ষত্রের কোনও এক? এর উত্তর পেতে অপেক্ষা করতে হবে আর এক মাস, তবে ইংলিশ ফুটবলের কিংবদন্তি ওয়েন রুনি চান এই বিশ্বকাপ হাতে উঠুক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিওনেল মেসির মধ্যে কোনও এক জনের।

রোনাল্ডো বা মেসির মধ্যে যে কারোর হাতে এ বারের বিশ্বকাপ দেখতে চান রুনি

এই প্রজন্মের শ্রেষ্ঠ দুই ফুটবলার হিসেবে মানা হয় মেসি এবং রোনাল্ডোকে। রোনাল্ডো দেশের হয়ে যেমন জিতেছেন ইউরো কাপ তেমনই মেসি দীর্ঘ দিনের খরা কাটিয়ে দেশকে এনে দিয়েছেন কোপা আমেরিকা। টাইমস অব ইন্ডিয়ার তরফ থেকে রুনির থেকে জানতে চাওয়া হয় যে এটা শেষ বিশ্বকাপ হতে চলেঠে মেসির, সেখানে তিনি কী পারবেন প্রত্যাশা রাখতে। রুনি জানিয়েছে, এই ধরনের প্রত্যাশা সঙ্গে নিয়ে খেলে ও অভ্যস্ত এবং তিনি খুশি হবে মেসি বা রোনাল্ডোর মধ্যে কারোর হাতে এই বিশ্বকাপ দেখতে। তিনি বলেছেন, "আমি নিশ্চিত ও (মেসি) এই ধরনের প্রত্যাশা নিয়ে খেলে অভ্যস্ত। নিজের কিংবদন্তির ছাপ ছেড়ে যাওয়ার পরিকল্পনা নিশ্চয়ই ওর মনের মধ্যে রয়েছে। আমি চাইবো হয় মেসি নয়তো (ক্রিশ্চিয়ানো) রোনাল্ডো বিশ্বকাপ জিতুক। আমি নিশ্চিত আর্জেন্টিনাকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করতে যা যা লাগে সব করবে মেসি।"

রুনিকে জিজ্ঞাসা করা হয়েছিল ইংল্যান্ড যদি বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে না পারে তা হলে তাঁর নজরে ফেভারিট কে? এই প্রশ্নের জবাবেও তিনি উল্লেখ করেছেন, মেসি বা রোনাল্ডোর মধ্যে কাউকে বিশ্বকাপ হাতে দেখতে চান। তাঁর কথায়, "যদি ইংল্যান্ড না পারে আমি চাইব এদের দুই জনের মধ্যে কেউই এক জন জিতুক। ওদের অসাধারণ কেরিয়ারের দুর্ধর্ষ সমাপ্তি ঘটবে তা হলে।"

 বিশ্বকাপে মেসি ছাড়াও আর্জেন্টিনার এই পাঁচ ফুটবলারের দিকে নজর রাখতে ভুল করবেন না বিশ্বকাপে মেসি ছাড়াও আর্জেন্টিনার এই পাঁচ ফুটবলারের দিকে নজর রাখতে ভুল করবেন না

English summary
Wayne Rooney wants to see Cristiano Ronaldo or Lionel Messi to winning FIFA World Cup 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X