For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Elon Musk: ম্যান ইউ কেনার পথে এলন মাস্ক? টুইট ঘিরে বিরাট জল্পনা

Elon Musk: ম্যানচেস্টার ইউনাইটেড কেনার পথে এলন মাস্ক! টুইটে নিজেই করলেন ঘোষণা

Google Oneindia Bengali News

ধনকুবের এলন মাস্ক নাকি এ বার বিশ্ব ফুটবলের অন্যতম প্রথিতযশা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটড কিনতে চলেছেন। টেনসা'র প্রধান স্বয়ং টুইটে জানিয়েছেন এই কথা। মাইক্রো ব্লগিং সাইট টুইটারের সঙ্গে ৪৪ বিলিয়ন ডলারের সঙ্গে চুক্তি বাতিল করার পর এ বার কি তা হলে ফুটবলে বিনিয়োগের কথা ভাবছেন মাস্ক? এমন প্রশ্নই এখন ঘোরা ফেরা করছে ফুটবল সার্কিটে।

কী লিখেছেন মাস্ক:

কী লিখেছেন মাস্ক:

এলন মাস্ক নিজের টুইটারে হ্যান্ডেলে লিখেছেন, "পরিষ্কার করে বলতে গেলে রিপাবলিকান পার্টির লেফট হাফ এবং ডেমোক্রেটিক পার্টির রাইট হাফকে সমর্থন করি আমি।" এই টুইটের কিছু সময় পর মাস্ক লেখেন, "আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চলেছি, আপনারা স্বাগত।"

মাস্কের টুইটে জল্পনা শুরু হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের মধ্যে:

মাস্কের টুইটে জল্পনা শুরু হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের মধ্যে:

এলন মাস্ক নিজের টুইট বা সোশ্যাল মিডিয়ায় করা পোস্টের বিষয়ে ঠিক কতটুকু সিরিয়াস থাকেন তা বর্তমান সময়ে নতুন করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। এই টুইটটিও তিনি কতটা গুরুত্ব দিয়ে করেছেন তা নিয়ে সংশয়ের অবকাশ রয়েছে। তবে তাঁর টুইটে জল্পনা শুরু হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের মধ্যে। বর্তমানে ম্যান ইউ-এর মালিক আমেরিকার গ্লেজার পরিবার। আন্তর্জাতিক এক বিজনেস ম্যাগাজিনের মতে, ম্যানচেস্টার ইউনাইটেড-এর মূল্য ৪.৬ বিলিয়ন ডলার। সম্প্রতি প্রিমিয়ার লিগের অন্যতম পাওয়ার হাউস চেলসির কেনাবেচার ক্ষেত্রে নজির তৈরি হয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলসের ডজার্স কোম্পানির অন্যতম কর্ণধার টড বোয়েলি ৫.১ বিলিয়ন ডলারে কেনেন চেলসিকে।

টুইটার কেনার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেও সরে এসেছিলেন মাস্ক:

টুইটার কেনার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেও সরে এসেছিলেন মাস্ক:

টুইটারের সঙ্গে মাস্কের চুক্তি নিয়ে প্রথম থেকেই একরোখা মনোভাব নিয়েছিলেন মাস্ক। কোম্পানির ম্যানেজমেন্ট নিয়ে ট্যুইটার বোর্ডের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এখানেই শেষ নয়। মাইক্রো ব্লগিং সাইটের ভুয়ো অ্যাকাউন্টের পুরো হিসেব জানতে চেয়েছিলেন এই ধনকুবের। যদিও কোম্পানির তরফ থেকে বলা হয়, মাস্ক যা ভাবছেন তেমনটা নয়। ট্যুইটারে বিপুল পরিমাণ ভুয়ো অ্যাকাউন্ট নেই। যদিও কোম্পানির এই বক্তব্য শুনে উল্টে ব্যঙ্গ করতে ছাড়েননি টেসলার প্রধান। শোনা যায়, সেই কারণেই ট্যুইটারের সঙ্গে চুক্তি বাতিলের পথে হেঁটেছেন মাস্ক।

অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ম্যান ইউ:

অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ম্যান ইউ:

অ্যালেক্স ফার্গুসন পরবর্তী সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সাফল্য বলতে হাতে গোনা কিছু ট্রফি জয়। উয়েফা ইউরোপা লিগ, এফএ কমিউনিটি শিল্ড, এফএ কাপ- এক বার করে মাত্র পেয়েছে রেড ডেভিলসরা। কিন্তু ফার্গুসনের পর অসংখ্য ম্যানেজার বদল হলেও ম্যান ইউ সাফল্য পায়নি। এই মরসুমেও প্রিমিয়ার লিগে দু'টি ম্যাচের মধ্যে দু'টিতেই হেরেছেন ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ টেবিলের তলানিতে বর্তমানে তাদের অবস্থান।

English summary
Tesla CEO Elon Musk says he is buying Manchester United in his tweet. Musk through his tweet informed this which has created buzz among Man U fans.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X