For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মারাদোনা গ্রেট, তবে মেসিই সর্বকালের সেরা! যুক্তি দিয়ে দাবি আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনির

  • |
Google Oneindia Bengali News

দিয়েগো মারাদোনার জনপ্রিয়তাকে কি এবার ছাপিয়ে যেতে চলেছেন লিওনেল মেসি? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে। ১৯৮৬ সালে আর্জেন্তিনাকে প্রথমবার ফিফা বিশ্বকাপ জিতিয়েছিলেন মারাদোনা। এর পরের বিশ্বকাপ জিততে আর্জেন্তিনাকে অপেক্ষা করতে হলো কাতারের বিশ্বকাপ পর্যন্ত। কোপা আমেরিকার পর আর্জেন্তিনা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় লিওনেল মেসির নেতৃত্বেই।

মারাদোনা বনাম মেসি

মারাদোনা বনাম মেসি

মারাদোনার সঙ্গে মেসির তুলনা চলে সব সময়ই। এবার কাতারে আর্জেন্তিনা বিশ্বকাপ জেতার পর থেকেই মেসি ম্যাজিকেই মাতোয়ারা আর্জেন্তিনা। মারাদানো মানেই আর্জেন্তিনা, এই ধারণা এখন আর নেই। সাতবারের ব্যালন ডি'অর জেতা মেসি বিশ্বকাপ জিততেই ফের মারাদোনা ও মেসির মধ্যে কে সেরা তা নিয়ে জোরদার হয়েছে চর্চা। এরই মধ্যে নিজের মতামত জানিয়ে দিলেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী কোচ। তাতেই আর্জেন্তিনার ফুটবলপ্রেমীদের মানসিকতা বদলের ইঙ্গিত মিলছে।

স্কালোনির পছন্দ

স্কালোনির পছন্দ

স্কালোনি স্পেনের রেডিও স্টেশন কোপকে বলেন, যদি আমাকে মারাদোনা ও মেসির মধ্যে বেছে নিতে বলা হয় আমি লিওকেই বেছে নেব। মেসি আমার কাছে বিশেষ একজন। আমি মনে করি, মারাদোনা গ্রেট। তবে মেসি সর্বকালের সেরা। উল্লেখ্য, লিওনেল মেসিই একমাত্র ফুটবলার যিনি বিশ্বকাপে দুবার সোনার বল জিতেছেন। ২০১৪ সালে বিশ্বকাপের সেরা প্লেয়ার হলেও কাপ জেতাতে পারেননি। এবার তিনি আর্জেন্তিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, সোনার বলও জিতেছেন। নিজে গোল করেছেন, গোল করিয়েছেনও।

দায়িত্ব নিয়েই লিওকে ফেরানোর উদ্যোগ

দায়িত্ব নিয়েই লিওকে ফেরানোর উদ্যোগ

স্কালোনি আর্জেন্তিনার দায়িত্ব নিয়েছিলেন ২০১৮ সালে। রাশিয়া বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে তখন আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মেসি। তবে আর্জেন্তিনার দায়িত্ব নিয়েই স্কালোনি উপলব্ধি করেছিলেন মেসিকে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা। স্কালোনি জানিয়েছেন, তিনি কোচিংয়ের দায়িত্ব নিয়েই অগ্রাধিকার দিয়েছিলেন মেসির সঙ্গে কথা বলাকেই। কীভাবে মেসিকে মত বদলাতে তিনি বাধ্য করেন, সে কথাও জানিয়েছেন স্কালোনি।

ভিডিও কলেই প্রস্তাব

ভিডিও কলেই প্রস্তাব

স্কালোনির কথায়, প্রথমেই মেসিকে ভিডিও কর করি। মেসি জানিয়েছিলেন কোচ এই ভিডিও কল করায় তিনি সম্মানিত। তখনই মেসিকে স্কালোনি বলেন কাম ব্যাক। অর্থাৎ ফিরে আসুন। আমরা সকলেই আপনার অপেক্ষা করছি। তখন এটুকুই কথা হয়েছিল। মেসি ৮ মাস পর জাতীয় দলে এসে দেখে দারুণ ফুটবলাররা রয়েছেন। খুব ভালো দল হয়ে গিয়েছে আমাদের। স্কালোনি আরও বলেন, মেসিকে কোচিং করানো মোটেই কঠিন নয়। তাঁকে টেকনিক্যাল বিষয়ে কিছু ঠিক করার কথা বলার প্রয়োজন পড়ে না। তবে কীভাবে প্রেসিং ফুটবল খেলতে হবে বা কোন ধরনের আক্রমণে গেলে তা কার্যকরী হবে, সে সব বলে থাকি। একবার রক্তের গন্ধ পেয়ে গেলে মেসিই এক নম্বর।

English summary
Argentina's Head Coach Lionel Scaloni Opines Diego Maradona Is Great But Lionel Messi The Greatest Of All Time. Messi-Led Argentina Have Won World Cup In 2022, Maradona Inspired Them To Win It In 1986.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X