For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ISL: একই দিনে পরাজিত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দরাবাদ এবং গত মরসুমে শিল্ড জয়ী জামশেদপুর এফসি

ISL: একই দিনে পরাজিত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দরাবাদ এবং গত মরসুমে শিল্ড জয়ী জামশেদপুর এফসি

Google Oneindia Bengali News

আইএসএল-এ শনিবার প্রথম ম্যাচে জামশেদপুর এফসিকে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে পরাজিত করল চেন্নাইয়িন এফসি। চলতি আইএসএল-এ এটাই ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির প্রথম জয়। চেন্নাইয়িনের হয়ে প্রথমার্ধে একটি গোল করেন পিটার স্লিসকোভিচ।

ISL: একই দিনে পরাজিত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দরাবাদ এবং গত মরসুমে শিল্ড জয়ী জামশেদপুর এফসি

দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিটে ঈশান পণ্ডিয়ার গোলে সমতায় ফেরে জামশেদপুর এফসি। হ্যারিসন সোয়ারের পাস থেকে গোল করেন ঈশান। সমতায় ফেরার আনন্দে এতটাই আত্মহারা ছিলেন জামশেদপুরের ফুটবলাররা যে এর পরের মিনিটেই প্রতিআক্রমণে এসে চেন্নাইয়িনের হয়ে দ্বিতীয় গোলটিকে ফের এক বার হোম টিমকে এগিয়ে দেন ভিন্সি ব্যারেটো। আবদেনাসের এল খায়াতির পাস থেকে গোলটি করেন তিনি। ৮৫ মিনিটে জামশেদপুরের জালে ম্যাচে শেষ গোলটি জড়িয়ে দেন আবদেনাসের। চেন্নাইয়িনের তৃতীয় গোলটির পাস বাড়ান জুলিয়াস ড়ুকার। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকল চেন্নাইয়িন। অপর দিকে, ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে জামশেদপুর থাকল নবম স্থানে।

দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছিল লিগ টপার হায়দরাবাদ এফসি এবং কেরল ব্লাস্টার্স। দুরন্ত ছন্দে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দরাবাদ ঘরের মাঠে এই ম্যাচ সহজেই জিতবে এমনটাই নিজামের শহরের দলটির সমর্থকেরা আশা করেছিলেন। কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। পুরো ম্যাচে আক্রমণের ঝাঁঝ এবং তেজ হায়দরাবাদের বেশি থাকলেও ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে গেল কেরালা ব্লাস্টার্স। চতুর্থ স্থানে থাকা কেরালা ব্লাস্টার্স ১-০ গোলে পরাজিত করে হায়দরাবাদকে। ম্যাচের একমাত্র গোলটি করেন দিমিত্রিস দিয়ামান্তাকোস। ১৮ মিনিটে এই গোলটি করেন তিনি। ম্যাচে সব দিত থেকেই এগিয়ে ছিল হায়দরাবাদ কিন্তু কাজের কাজটা করে হাসি মুখে মাঠ ছাড়ল কেরালা।

হায়দরাবাদ এফসি হারলেও তার প্রভাব পড়েনি লিগ টেবিলে। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে হায়দরাবাদ। অপর দিকে, সমসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কেরালা ব্লাস্টার্স তিন নম্বরে উঠে এসেছে।

English summary
Hyderabad FC and Jamshedpur FC lost their games in same day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X