For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রায়ণকালে কত অর্থ সম্পত্তি রেখে গেলেন পেলে?

প্রায়ণকালে কত অর্থ সম্পত্তি রেখে গেলেন পেলে?

Google Oneindia Bengali News

বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা নক্ষত্র পেলে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাও পাওলোর হাসপাতালে। দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে লড়াই চালানোর পর অবশেষে হার মানলেন ফুটবল সম্রাট।

 প্রায়ণকালে কত অর্থ সম্পত্তি রেখে গেলেন পেলে?

বিংশ শতাব্দীর সর্বাধিক খ্যাতনামা ব্যক্তিদের মধ্যে একজন পেলে। নিজের কেরিয়ারের শীর্ষে বিশ্বের সর্বাধিক অর্থ উপার্জনকারী ক্রীড়াবীদ ছিলেন পেলে। খেলা ছাড়াও পরেও অর্থ উপার্জন তাঁর থামেনি। বিভিন্ন ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট করে অবসরের পরেও দশকের পর দশক বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন পেলে। উল্লেখ্য অধিকাংশ ক্ষেত্রেই পেলে বিখ্যাত জার্মান কোম্পানি পুমার এন্ডোর্সমেন্ট করতেন। সরকারী ভাবে যে হিসেব সামনে এসেছে তাতে পেলে মৃত্যুর সময়ে ১০০ মিলিয়ন ডলার রেখে গিয়েছেন, ভারতীয় মুদ্রায় যেই অর্থের পরিমান ৮,২৮,৩৫,৬০০০০ টাকা।

খেলা ছাড়ার এতো দিন পরেও এমন বহু পেলের রেকর্ড রয়েছে যা ভাঙা সম্ভব হয়নি। ১৫ বছর বয়সে কোচকে নিজের দক্ষতার মধ্যে দিয়ে প্রভাবিত করে স্যান্টোসের দলে সুযোগ পান পেলে। ১৯৫৬ সালে চুক্তিপত্রে সই করেন পেলে এবং পেশাদার ফুটবলে প্রথম ম্যাচে নেমেই গোল করেন। নিউ ইয়র্ক কসমসে দুই মরসুম খেলার ছাড়া কেরিয়ারের প্রায় পুরোটাই স্যান্টোসে কাটান পেলে। রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলানের মতো ইউরোপের হাইপ্রোফাইল ক্লাবগুলি অসংখ্যবার তাঁকে খেলার প্রস্তাব দিলেও তা গ্রহণ করেননি পেলে।

পেলে কসমসে সই করার পর ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কার্লোস আলবার্তোর মতো ফুটবলাররা যোগ দেন কসমসে। সব ধরনের প্রতিযোগীত মিলিয়ে এক হাজারের উপর গোল রয়েছে পেলের। সব প্রতিযোগীতা মিলিয়ে পেলের গোল সংখ্যা ১২৯৭টি। এক মরসুমে সর্বাধিক গোল করার রেকর্ড এখনও রয়েছে পেলের দখলেই। এক মরসুমে পেলে ৭৭টি গোল করেছিলেন। তাঁর এই রেকর্ড ভাঙা কারোর পক্ষে সম্ভব হয়নি। অবসরের পর রাজনীতিতে আসেন পেলে। ব্রাজিলের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন বেশ কিছুটা সময়।

পেলের প্রয়াণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ব্রাজিলপেলের প্রয়াণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ব্রাজিল

English summary
Here you will come to know what is Pele's net worth after passing away
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X