For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রাজিলের স্বপ্ন ভঙ্গের অন্যতম কারণ রড্রিগোকে হোয়াটসঅ্যাপ বার্তায় কী বললেন নেইমার?

ব্রাজিলের স্বপ্ন ভঙ্গের অন্যতম কারণ রড্রিগোকে হোয়াটসঅ্যাপ বার্তায় কী বললেন নেইমার, দেখুন সেই চ্যাট

Google Oneindia Bengali News

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ব্রাজিল। ৯০ মিনিটের খেলা ০-০ গোলে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। নেইমারের দুর্ধর্ষ গোলে এগিয়ে গেলেও অতিরিক্ত সময় শেষ হওয়ার ৫৪ মিনিট আগে গোল হজম করে ব্রাজিল এবং ১-১ ব্যবধানে ম্যাচ শেষ হওয়ায় তা গড়া টাইব্রেকার।

 ব্রাজিলের স্বপ্ন ভঙ্গের অন্যতম কারণ রড্রিগোকে হোয়াটসঅ্যাপ বার্তায় কী বললেন নেইমার, দেখুন সেই চ্যাট

টাইব্রেকারে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ ব্যবধানে পরাজিত হওয়ায় সঙ্গেই ষষ্ঠ বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন সমাপ্ত হয় ব্রাজিলের। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের টাইব্রেকারে পরাজিত হয় ব্রাজিল। ব্রাজিলের হয়ে পেনাল্টি কিক থেকে গোল করতে ব্যর্থ হন তরুণ ফরোয়ার্ড রড্রিগো।

তরুণ ফরোয়ার্ড পেনাল্টি কিক মিস করার চাপ বাড়ে ব্রাজিলের উপর। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারের পর মাঠেই চোখের জল বেরিয়ে এসেছিল নেইমারের। অঝোর নয়নে পরাজয়ের বেদনা নিয়ে মাঠ ছাড়েন নেইমার। বিশ্ব জয়ের স্বপ্ন হাতছাড়া হওয়ার পর রড্রিগো এবং ব্রাজিল দলের প্রধান স্তম্ভ এবং বিশ্ব ফুটবলের অন্যতম তারকা নেইমারের মধ্যে হোয়াটসঅ্যাপে কথপোকথন হয়। কী কথা হয়েছিল দুই জনের মধ্যে তা সামনে এল।

ব্রাজিল ছিটকে যাওয়ার জন্য এবং নেইমারের বিশ্ব জয়ের স্বপ্ন সফল না হতে পারার জন্য তারকা ফুটবলারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন রড্রিগো। ম্যাচের পর তরুণ স্ট্রাইকারের পাশে দাঁড়িয়ে কিছু বার্তা তাঁকে হোয়াটসঅ্যাপে পাঠান নেইমার। তিনি লেখেন, "আমি তোমায় বলতে চাই যে তুমি এক জন তারকা, তোমার কেরিয়ারের একটা অংশ হতে পারাটা সম্মানের, তোমার আদর্শ আমি তা শুনতে পারাটাও গর্বের। পেনাল্টি তাঁরাই মিস করেন যাঁরা সেটা থেকে গোল করতে পারেন।

আমি কেরিয়ারে অনেক ভুল করেছি এবং সেখান থেকে শিখেছি। কিন্তু কখনও হাল ছাড়িনি, আমি সব সময় নিজেকে আরও নিখুঁত এবং আরও দক্ষ করে তোলার চেষ্টা করেছি। একজন খেলোয়াড় হিসেবে আমি শুধু তোমায় পছন্দ করি না, আমি তোমায় পছন্দ করি কারণ তুমি মানুষ হিসেবে ভাল। এই সমালোচনা এবং চাপ তোমাকে আরও দৃঢ় করে তুলবে।" মনে রাখবে আমি তোমায় যেটা বলেছিলাম, 'তুমি ব্রাজিলকে কাপ এনে দেবে>' বিশ্বের সমস্ত সাফল্য তুমি পাও এই শুভেচ্ছা রইল তোমার প্রতি। বেশি ইন্টারনেট ঘেঁটো না, বিশ্রাম করো এবং ভাল ভাবে ফিরে এসো। তোমার প্রয়োজনে আমি রয়েছে। আমরা এক সঙ্গে রয়েছি।"

নিজের আদর্শ নেইমারের কাছ থেকে পাশে থাকার বার্ত পেয়ে অনেকটাই হালকা হতে পেরেছেন রড্রিগো। এমটা আশা করা যায। নেইমারের দেওয়া এই হোয়াটস্যাপ বার্তায় তিনি বলেছেন, "ধন্যবাদ আমার আদর্শ, হৃদয় থেকে সব কিছু করার জন্য। দুঃখিত আমি যে তোমার স্বপ্নকে পূর্ণ করতে পারিনি। আশা করি তুমি আমাদের সঙ্গে থাকবে যাতে আমরা এক সঙ্গে সাফল্য অর্জন করতে পারি। সব সময়েই আমরা এক সঙ্গে রয়েছি এবং এই ভালবাসার জন্য ধন্যবাদ।"

English summary
FIFA World Cup 2022: Neymar send whats app text after Brazil knocked out of Qatar World Cup 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X