For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Euro Cup 2020: মাঠেই লুটিয়ে পড়লেন ডেনমার্কের এরিকসেন, অবস্থা স্থিতিশীল

Google Oneindia Bengali News

ইউরো কাপে বিপত্তি। ফুটবল বিশ্বকে হঠাৎই উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে ফেলে দেয় কোপেনহেগেনে গ্রুপ বি-র ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ। প্রথমার্ধের ৪৩ মিনিটে আচমকাই সাইডলাইনের ধারে মাঠে লুটিয়ে পড়েন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসায় সাড়া দিয়ে এরিকসেন স্থিতিশীল অবস্থায় এলে ফের শুরু হয় এই ম্যাচ।

আচমকাই অসুস্থ

আচমকাই অসুস্থ

ডেনমার্ক দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার এরিকসেন দেশের হয়ে ১০৮টি ম্যাচ খেলেছেন। ৩৬টি গোল রয়েছে। এদিনের ম্যাচেও গোলের সুযোগ তৈরি করতে তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন। বিপজ্জনক এই মিডফিল্ডারকে রুখতে ভালোই প্রয়াস করতে হচ্ছিল ফিনল্যান্ডের ফুটবলারদের। ৪৩ মিনিটে থ্রো ইন রিসিভ করতে তিনি সাইডলাইনের কাছে যান। বুক দিয়ে থ্রো-টি রিসিভ করার সময়ই আচমকাই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উদ্বিগ্ন হয়ে ছুটে যান সতীর্থরা। উদ্বেগের ছবি ধরা পড়ে বিপক্ষ শিবিরের ফুটবলারদের মধ্যেও। মেডিক্যাল এমারজেন্সিতে খেলায় বিরতি হতেই ছুটে যান চিকিৎসকরা। এই সময় সতীর্থরা আড়াল করে রেখেছিলেন এরিকসেনকে।

বাড়তে থাকে উদ্বেগ

বাড়তে থাকে উদ্বেগ

এরপরই দেখা যায় মাঠে উপস্থিত চিকিৎসকেরা সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশনের আশ্রয় নিয়েছেন। অর্থাৎ বুকে পাম্প দিয়ে হৃদযন্ত্র সচল রাখার চেষ্টা করা হয় এই পদ্ধতিতে। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে, ২৯ বছরের এই ফুটবলারের অবস্থা স্থিতিশীল।

সাময়িক বিরতি

সাময়িক বিরতি

মাঠ থেকে যখন স্ট্রেচারে করে এরিকসেনকে অ্যাম্বুল্যান্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দেখা যায় তাঁর জ্ঞান রয়েছে। এতে সাময়িক স্বস্তি মেলে। যদিও তার আগেই ম্যাচ স্থগিত ঘোষণা করে দেয় উয়েফা। পরে আবার জানানো হয়, যেহেতু এরিকসেনের চিকিৎসা চলছে হাসপাতালে এবং তাঁর অবস্থা স্থিতিশীল, সেই কারণে দুই দলেরই অনুরোধ মেনে ম্যাচ শুরু করা হবে। প্রথমার্ধের চার মিনিট খেলিয়ে তারপর পাঁচ মিনিটের বিরতি নিয়ে দ্বিতীয়ার্ধের খেলা হবে। বেলজিয়াম-রাশিয়া ম্যাচও নির্ধারিত সময়েই শুরু হবে।

ভরসা এরিকসেন

ভরসা এরিকসেন

২০১০ সালে ডেনমার্ক দলে অভিষেক হয় এরিকসেনের। ওই বছরের বিশ্বকাপে তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ ফুটবলার। ২০১৮ সালের বিশ্বকাপে ডেনমার্ক যোগ্যতা অর্জন করেছিল, তাতে এরিকসেন বড় ভূমিকা নিয়েছিলেন। রাশিয়া বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে টাইব্রেকারে হারে ডেনমার্ক। এরিকসেন রেকর্ড পাঁচবার ডেনমার্কের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। সাত বছর টটেনহাম হটস্পারে খেলার পর গত বছর যোগ দেন ইন্টার মিলানে। ২০১০ থেকে ২০১৩ সাল অবধি খেলেছেন আয়াক্সে। টটেনহামে ৫১টি গোল রয়েছেন তাঁর। ইন্টার মিলানে চারটি গোল করেছেন। ইউরোতেও তিনিই ডেনমার্কের বড় ভরসা। এদিনের অসুস্থতার পর অবশ্য তাঁর ফুটবল কেরিয়ার নিয়ে অনিশ্চয়তা তৈরি হল।

English summary
Euro 2020 Match Between Denmark And Finland Postponed. UEFA Announces The Decision Right After Christian Ericksen Collapsed On The Field.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X