For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবাক করা ড্র, খেতাবের দৌড়ে নিজের দলকে দেখছেন না ম্যান ইউ ম্যানেজার

অবাক করা ড্র, খেতাবের দৌড়ে নিজের দলকে দেখছেন না ম্যান ইউ ম্যানেজার

Google Oneindia Bengali News

ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL) খেতাব জয়ের দিকে ক্রমেই এগিয়ে চলেছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। গতকাল এভার্টনের সঙ্গে ম্যান ইউ ২ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে ম্যাচের ফল ৩-৩ ড্র হয়েছে। এভাবে পয়েন্ট খুইয়ে প্রচণ্ড হতাশ ম্যাঞ্চেস্টার ইউনাটেডের (Manchester United) ম্যানেজার ওলি গানার সোল্কজায়ের (Solskjaer)।

অবাক করা ড্র, খেতাবের দৌড়ে নিজের দলকে দেখছেন না ম্যান ইউ ম্যানেজার

ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২৪ মিনিটে কাভানি ও ৪৫ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের করা গোলে প্রথমার্ধে ম্যান ইউ দুই গোলে এগিয়ে ছিল। যদিও দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল হজম করে রেড ডেভিলরা। ম্যাচের ৫২ মিনিটে ম্যাচ ২-২ করে ফেলে এভার্টন। ৪৯ মিনিটে ডুকোর ও ৫২ মিনিটে গোল করেন রডরিগেজ। ৭০ মিনিুটের মাথায় ম্যাকটমিনের গোলে ফের এগিয়ে যায় ম্যান ইউ।

যদিও ইনজুরি টাইমে ৯৫ মিনিটের মাথায় ক্যালভার্ট-লিউইনের গোলে ম্যাচ ৩-৩ করে ফেলে এভার্টন। বল দখলের লড়াইয়ে আধিপত্য রেখে, বারবার এগিয়ে থেকেও এভাবে পয়েন্ট নষ্ট করা একেবারেই মানতে পারছেন না ম্যান ইউ ম্যানেজার।

এই ড্রয়ের ফলে ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান ইউ। ২১ ম্যাচ খেলে লিগশীর্ষে থাকা ম্যান সিটির পয়েন্ট ৪৭। ম্যান ইউ-র চিন্তা বাড়িয়েছে পল পোগবার চোট। প্রথমার্ধে তিনি চোট পেয়ে মাঠ না ছাড়লে এই ম্যাচ থেকে হয়তো রেড ডেভিলদের ২ পয়েন্ট নষ্ট হতো না। পয়েন্টের ব্যবধান বেড়ে যাওয়ায় কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ম্যান সিটি। ডিফেন্ডারদের দোষেই বিশ্রীভাবে গোল হজম করতে হয়েছে ম্যান ইউকে।

স্বভাবতই হতাশ ম্যান ইউ ম্যানেজার সোল্কজায়ের ম্যাচের শেষে সাংবদিকদের বলেছেন, নিজের দলকে একেবারেই খেতাবের দৌড়ে রাখতে পারছি না। প্রথমার্ধে এগিয়ে থাকার পর যেভাবে গোলমুখী তিনটি শট থেকেই তিন গোল বিপক্ষ করে গিয়েছে তা খুবই হতাশাজনক। ভালো জায়গায় থাকতে হলে দলগতভাবে আরও ভালো খেলতে হবে। আরও ভালো খেলতে হবে, তারপর কোথায় থাকি দেখি। তবে সহজে এভাবে গোল হজম একেবারেই করা যাবে না। এই ম্যাচ ড্রয়ের ফলে এভার্টন উঠে এল ষষ্ঠ স্থানে, ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে। ৩৬ পয়েন্ট নিয়ে চেলসি আছে সপ্তম স্থানে।

ক্রীড়াক্ষেত্রে নক্ষত্রপতন, ঘুমের মধ্যেই প্রয়াত আখতার আলিক্রীড়াক্ষেত্রে নক্ষত্রপতন, ঘুমের মধ্যেই প্রয়াত আখতার আলি

English summary
English Premier League Man United Not Even Be Considered As Title Contenders Says Disappointed Manager Solskjaer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X