For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Copa America : কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের হারে সুয়ারেজ-কাভানির বিদায়, সেমিফাইনালে কলম্বিয়া

Copa America : কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের হারে সুয়ারেজ-কাভানির বিদায়, সেমিফাইনালে কলম্বিয়া

  • |
Google Oneindia Bengali News

কোপা আমেরিকায় উরুগুয়ে বনাম কলম্বিয়ার হাড্ডাহাড্ডি কোয়ার্টার ফাইনালের ফলাফল টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হল। ম্যাচের নির্ধারিত সময়ে গোলের সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হল লুইস সুয়ারেজদের। হেরে বিদায় নিল উরুগুয়ে। ডেভিড ওসপিনার দস্তানায় ভর করে কড়া সংগ্রাম শেষে উচ্ছ্বাসের জোয়ারে ভেসে সেমিফাইনালে পৌঁছল কলম্বিয়া।

Copa America : কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের হারে সুয়ারেজ-কাভানির বিদায়, সেমিফাইনালে কলম্বিয়া

টাইব্রেকারে অতিমানব হয়ে উঠলেন কলম্বিয়ার গোলরক্ষক। উরুগুয়ের জোসে মারিয়া গিমেনেজ ও মাতিয়াস ভিনার শট বাঁচিয়ে নায়ক হলেন ওসপিনা। ম্যাচেও একাধিকবার দলের নিশ্চিত পতন রুখে দিয়ে নিজের অভিজ্ঞতার দাম দিলেন কলম্বিয়ার গোলরক্ষক। অন্যদিকে গোটা ম্যাচে ভাল খেলেও টাইব্রেকারে কলম্বিয়ার কোনও শট বাঁচাতে না পারার আক্ষেপ থাকবে উরুগুয়ের গোলরক্ষক ফের্নান্দো মুসরেলার মনে।

ম্যাচে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তারকা লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানি। শেষে টাইব্রেকারে স্পট কিক থেকে গোল করেও দলকে জেতাতে না পারায় হতাশা নিয়েই মাঠ ছেড়েছেন উরুগুয়ের দুই তারকা। ম্যাচ শেষের পরেই তাঁরা মাঠে বসে পড়েন। হতাশায় মুখ ঢাকেন উরুগুয়ের বাকি ফুটবলাররাও।

ব্রাসিলিয়ায় কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল উরুগুয়ে। লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিকে সামনে খেলিয়ে ৪-৩-১-২ ছকে দল সাজিয়েছিলেন কোচ অস্কার তাবারেজ। ফলে প্রথম থেকেই আক্রমণে উদ্যত হয় উরুগুয়ে। অন্যদিকে ৪-৪-২ ছকের দল নিয়ে নেমে রক্ষণভাগকে আঁটোসাঁটো রেখে প্রতি আক্রমণে উঠে প্রতিপক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়ার পরিকল্পনা তৈরি করে কলম্বিয়া। বিপুল প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে আরও হাড্ডাহাড্ডি লড়াই হয়। ছক পাল্টে একে অপরের ওপর লাগাতার আক্রমণ শানাতে থাকে উরুগুয়ে ও কলম্বিয়া। বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিরা। অন্যদিকে দুভান জাপাতা, লুইস মুরিয়েল, লুইস দিয়াসরাও বেশ কয়েকটি সুযোগকে গোলে পরিণত করতে ব্যর্থ হন। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট তো বটেই, অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে চারটি শটই গোলে রাখতে সক্ষম হয় কলম্বিয়া। অন্যদিকে দুই বার গোল করতে ব্যর্থ হয় উরুগুয়ে। ম্যাচে ৪৯ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে লুইস সুয়ারেজের দল। গোলমুখে সাতটি শট নেয় উরুগুয়ে। তার মধ্যে তিনটি শট টার্গেটে রাখতে সক্ষম হন এডিনসন কাভানিরা। গোলমুখে ৯টির মধ্যে তিনটি শট লক্ষ্যে রাখতে পারে কলম্বিয়া। নিজেদের মধ্যে ৪২৫টি পাস খেলে ডেভিড ওসপিনার দল। যা উরুগুয়ের থেকে কিছুটা হলেও বেশি।

English summary
Copa America : Colombia enters into the semi final by beating Uruguay
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X