For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Pele: ফুটবল সম্রাটকে শেষ বিদায় জানাল ব্রাজিল

Pele: ফুটবল সম্রাটকে শেষ বিদায় জানাল ব্রাজিল

Google Oneindia Bengali News

স্যান্টোসে ফুটবল সম্রাট পেলে-কে শেষ বিদায় জানালেন অগুণিত ফুটবলপ্রেমী। ফুটবল জীবনে যেই ভিলা বেলমিরোতো দাপিয়ে বেরিয়েছেন সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধার্ঘ নিবেদন করেন প্রায় আড়াই লক্ষ মানুষ। দীর্ঘ সময়ে প্রাণের ক্লাব স্যান্টোসের মাঠে শায়িত থাকার পর পেলের কফিন রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় কবরস্থান, যেখানে সম্পূর্ণ হয় মাটি দেওয়ার প্রক্রিয়া।

Pele: ফুটবল সম্রাটকে শেষ বিদায় জানাল ব্রাজিল

স্যান্টোসের রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল শুধু মহানক্ষত্রকে শেষ বিদায় জানানোর জন্য। যেখানে হাজার হাজার মানুষের চোখে জল সেখানে রয়েছে অন্য চিত্রটাও। ড্রাম বাজিয়ে পেলের বিদায় বেলাকে স্মরণীয় করে রাখেন বহু সমর্থক। আসলে তাঁরা পেলের মৃত্যুকে কোনও শোকের বাতাবরনের মধ্যে দেখতে চান না, তাঁরা সেলিব্রেট করছিলেন দারিদ্রতার মধ্যে খালি পায়ের এখ কৃষ্ণাঙ্গ তরুণের সম্রাট হয়ে ওঠার কিংবদন্তিকে। পেলের এই শেষ যাত্রায় কোনও বয়সের ভেদাভেদ ছিল না। ৮ থেকে ৮০ প্রত্যেকেই পা মেলান।

সদ্য ব্রাজিলের রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা বলেছেন, "এই ক্ষতির কোনও পূরণ হয় না। ব্রাজিলের জন্য অপূর্ণ ক্ষতি এটি।" গত সপ্তাহে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবল কিংবদন্তি পেলে। এক বছরেরও বেশি সময় কোলন ক্যান্সারে ভুগছিলেন তিনি। পেলেকে শায়িত করা রয়েছে ইকুমেনিসিয়াল মেমোরিয়াল নেক্রোপলিস ভার্টিকাল সিমেট্রিতে।

পেলের প্রয়াণে ভেঙে পড়েছে সমগ্র ফুটবল বিশ্ব। প্রথমে মারাদোনা এবং তার দুই বছর পর পেলের প্রয়াণে ফুটবল বিশ্ব হারিয়েছে অভিভাবককে। দুই সর্বকালের সেরা ফুটবলার নেই তা এখনও বিশ্বাস করতে পারে না ফুটবল বিশ্ব। পেলের মৃত্যু সংবাদ প্রথম জানা যায় তাঁর মেয়ের টুইট থেকে। এই খবর সামনে আসার পরই একের পর এক প্রতিক্রিয়া আসতে থাকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের থেকে। নেইমার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসর মতো মহাতারকারা শোক বার্তা দেন সামাজিক মাধ্যমে। কিলিয়ান এমবাপের মতো আনকোরা তবুও ধীরে ধীরে বেশ প্রচলিত নাম হয়ে ওঠা ফুটবলারও একটি শোক বার্তা পাঠায়।

English summary
Brazil bids goodbye to Legendary Pele.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X