For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোজ ডে ২০২০ :‌ জেনে নিন কোন রঙের গোলাপ কিসের প্রতীক বলে চিহ্নিত

রোজ ডে ২০২০:‌ জেনে নিন কোন রঙের গোলাপ কিসের প্রতীক

Google Oneindia Bengali News

এ বছরের ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয়ে গেল শুক্রবার রোজ ডে দিয়ে। ভালোবাসার সপ্তাহ উদযাপনের জন্য এটাই প্রথম দিন। প্রত্যেক বছর ৭ ফেব্রুয়ারি রোজ ডে হিসাবে পালন করা হয়। নিজের কাছের মানুষ অথবা প্রিয় বন্ধুকে গোলাপ দিয়ে বলুন আপনার কাছে তাঁর গুরুত্ব কতখানি। এবার দেখে নেওয়া যাক গোলাপের রঙ অনুযায়ী তা কেন এবং কাদের দেওয়া হয়। যাতে আপনার ভুল–ভ্রান্তি কেটে যায়।

সাদা গোলাপ

সাদা গোলাপ

সম্পর্কের নতুন শুরুতেই আপনি সাদা গোলাপ দিতে পারেন। যা সরল, পবিত্র ও সৌন্দয্যের বার্তা দেয়। এগুলি প্রায়শই পবিত্রতার রঙ হিসাবে বিবেচিত হয়। নতুন সম্পর্কের শুরুতে এই সাদা গোলাপ দেওয়া যেতে পারে।

হলুদ গোলাপ

হলুদ গোলাপ

এটি দু'‌জন মানুষের মধ্যে বন্ধুত্বকে চিহ্নিত করে। তাই হলুদ গোলাপ সম্পর্কের আগে বন্ধু হিসাবেও তাঁকে দেওয়া যায়। এই গোলাপ প্রফুল্লতা এবং আনন্দকে চিহ্নিত করে, অনেকে এটিকে একটি নিরাপদ বিকল্প হিসাবেও মনে করেন। এই গোলাপ একমাত্র তাঁকেই দেওয়া যায় যাঁকে আপনি নিজের বন্ধু ভাবেন।

গোলাপি গোলাপ

গোলাপি গোলাপ

আপনার প্রিয় মানুষটিকে এই রঙের গোলাপ উপহার দেওয়ার অর্থ আপনি যে তাঁকে কতটা পছন্দ করেন তা বোঝানো। এই গোলাপটি কমনীয়তা ও মাধুর্য বহন করে। তাই কাউকে যদি আপনি সত্যিই পছন্দ করেন তবে তাঁকে রোজ ডে-তে গোলাপি গোলাপ দিতেই পারেন।

পিচ রঙের গোলাপ

পিচ রঙের গোলাপ

কারোর যদি আপনি প্রশংসা করতে চান এবং ভেবে পাচ্ছেন না কোন রঙের গোলাপ দেবেন তবে এই পিচ রঙের একগুচ্ছ গোলাপ দিয়ে তাঁকে অভিভূত করে দিন। কারণ এই রঙের গোলাপ বিনয়, আন্তরিকতা এবং কৃতজ্ঞতার প্রতীক।

বার্গেন্ডি গোলাপ

বার্গেন্ডি গোলাপ

কারোর সৌন্দর্যের তারিফ করতে হলে তাঁকে এই রঙের গোলাপ দিন, দেখবেন তিনি খুব খুশি হয়ে যাবেন।

হাল্কা বেগুলি রঙের গোলাপ

হাল্কা বেগুলি রঙের গোলাপ

এই রঙের গোলাপ পাওয়া একটি কঠিন। কিন্তু এই গোলাপ দেওয়ার অর্থ হল আপনি একতরফা কাউকে ভালোবাসেন। তাই যদি সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান এবং ভালোবাসার মানুষটির কাছে প্রেম নিবেদন করতে চান তবে অবশ্যই এই রঙের গোলাপই তাঁকে দিন। এই গোলাপ অনুভূতি প্রকাশের প্রতীক।

কমলা গোলাপ

কমলা গোলাপ

আপনার অনভূতি সম্পর্কে ইঙ্গিত দেওয়ার জন্য আপনি আপনার কাছের মানুষকে এই রঙের গোলাপ দিতেই পারেন। এই গোলাপ উৎসাহ ও উদ্দীপনার প্রতীক। কাউকে কমলা গোলাপ উপহার দেওয়ার অর্থ এই যে আপনি সম্পর্কের প্রতি আগ্রহী কারণ এটি আবেগ এবং শক্তির পক্ষে।

লাল গোলাপ

লাল গোলাপ

বিশ্বজুড়ে লাল রঙের অর্থই হল ভালোবাসা। আর রোজ ডে-তে এই গোলাপ দেওয়া মানেই আপনি যে আপনার প্রিয় মানুষকে কতটা ভালোবাসেন সেটাই বোঝানো। লাল গোলাপ মানেই তা প্রেম ও রোম্যান্সের প্রতীক। তাই নিজের প্রিয় মানুষকে একতোড়া লাল গোলাপ দিয়ে বলুন আপনি কতটা তাঁকে ভালোবাসেন।

English summary
Gifting a rose to your love on this day holds a special motive as the gesture hints at and conveys one’s romantic feelings to the other person.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X