For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইবাসী এই ব্যক্তিই রাষ্ট্রপতির পোশাকের কারিগর

মুম্বইবাসী ডিজাইনার মাধব অগস্তি। নামটি দেশের রাজনীতির আঙিনায় একটি পরিচিত নাম। দেশের বড়-বড় রাজনীতিকদের পোশাক তৈরি করে বিখ্যাত তিনি। দেশের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের পোশাক তিনিই তৈরি করেছেন

  • |
Google Oneindia Bengali News

মাধব অগস্তি। মুম্বইবাসী ডিজাইনার। এই পর্যন্ত সব কিছুই ঠিক ছিল। অনেক ডিজাইনার আছেন। অন্য সকলের মতো পেশার জগতে তাঁরা বিখ্যাত। কিন্তু মাধব অগস্তি নামটি দেশের রাজনীতির আঙিনায় একটি পরিচিত নাম। দেশের বড়-বড় রাজনীতিকের পোশাক তৈরি করে বিখ্যাত তিনি।

দেশের নতুন রাষ্ট্রপতির পোশাক এখন তৈরি করেন মাধব অগস্তি।

মুম্বইবাসী এই ব্যক্তিই রাষ্ট্রপতির পোশাকের কারিগর

সংবাদ মাধ্যমকে বছর ৬৭-র মাধব অগস্তি জানিয়েছেন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পোশাক তৈরির সুযোগ পেয়ে তিনি অবাকই হয়েছিলেন। যে সে পোশাক নয়, রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পোশাক তৈরির জন্য ডাক পেয়েছিলেন তিনি।

অগস্তি জানিয়েছেন, রামনাথ কোবিন্দের জন্য পোশাকের মাপ নিতে গিয়েছিলেন ১৭ জুলাই। ট্রায়াল দেন ১৯ জুলাই। পোশাক সরবরাহ করেন ২৩ জুলাইষ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের দুদিন আগে। ব্যক্তিত্ব অনুযায়ী গলাবন্ধ স্যুট ও ট্রাউজার তৈরি করা হয় বলে জানিয়েছেন মাধব অগস্তি। রাষ্ট্রপতির শপথ গ্রহণের পোশাক তৈরির বরাত পেয়ে তিনি আপ্লুত বলে জানিয়েছেন মাধব অগস্তি।

নাগপুরে স্কুলে পড়ার সময় থেকেই পোশাক তৈরির কাজে হাত লাগিয়েছিলেন মাধব অগস্তি। ভবিষ্যতে কিছু করে দেখাতে ১৯৭৩ সালে ২৩ বছর বয়সে তিনি নাগপুর থেকে চলে যান মুম্বইয়ে। তবে থাকার জায়গা না মেলায় বেশ কিছু দিন মুম্বইয়ের ফুটপাথেই কাটাতে হয়। বেস কয়েকমাসের জন্য মুম্বইয়ের শিবাজী পার্কে দোকানও দিয়েছিলেন।

১৯৭৭ সালে তাঁর প্রথম ভিআইপি গ্রাহক ছিলেন, কংগ্রেস নেতা ও মন্ত্রী জওহরলাল দারদা। নাগপুর থেকে জওহরলাল দারদাকে জানলেও, ১৯৭৭ সালেই তাঁর সঙ্গে প্রথম আলাপ হয় বলে জানিয়েছেন মাধব অগস্তি। এরপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। বিশেষ স্টাইলের জন্য ক্ষমতার অলিন্দে মাধব অগস্তির নাম ছড়িয়ে পড়ে। তাঁর ভিআইপি গ্রাহকদের মধ্যে রয়েছেন, সুশীলকুমার সিন্দে, এনকেপি সালভে, বিলাস রাও দেশমুখ। দল-মত নির্বিশেষে ডিজাইনার হিসেবে মাধব অগস্তির নাম ছড়িয়ে পড়ে। ১৯৮০-তে ডেকে পাঠান শিবসেনা সুপ্রিমো বাল ঠাকারে। এরপর তাঁর ডাক আসে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ারের কাছ থেকে।

মুম্বইবাসী এই ব্যক্তিই রাষ্ট্রপতির পোশাকের কারিগর

বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ডাকও পেয়েছেন তিনি। ২০০৫ সালে ডাক এসেছিল প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে। তারপর থেকে এখনও ডাক পড়ে মাধব অগস্তির।

তবে শুধু রাজনীতিক নন, আমলা এমন কী অভিনেতাদের কাছে পরিচিত মুখ মাধব অগস্তি। গর্বের সঙ্গে তিনি দাবি করেন, একজনের চেহারা দেখেই, মাপ না নিয়েই নির্ভুল ভাবে পোশাক তৈরি করতে পারেন তিনি।

English summary
Designer Madhav Ggasti, the tailor of Mumbai who suits up nation's politerati
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X