For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে মাতৃগর্ভে, প্রভাব পড়তে পারে সদ্যোজাতর ওপর, দাবি নতুন গবেষণার

Google Oneindia Bengali News

কোভিড–১৯ মার্তৃগর্ভে সংক্রমিত হতে পারে। গবেষকরা তাদের গবেষণা করতে গিয়ে অন্তঃসত্ত্বা (গর্ভে) মা থেকে শিশুর মধ্যে সংক্রমণের প্রমাণ পেয়েছেন। এই বিষয় নিয়ে আগেও গবেষকরা বহু গবেষণা করেছেন।

করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে মাতৃগর্ভে


পেডিয়াট্রিক ইনফেকসিয়াস ডিজিস জার্নালে প্রকাশিত সমীক্ষায় দেখা গিয়েছে, কোভিড–১৯ সংক্রমিত মায়ের সময়ের আগে জন্ম নেওয়া মার্কিন শিশু অন্তঃসত্ত্বাকালীন করোনা সংক্রমণের সবচেয়ে বড় প্রমাণ। আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা এই গবেষণার নেতৃত্বাধীন গবেষক আমান্ডা এস ইভানস বলেন, '‌আমাদের অধ্যয়নের প্রথমটি হল গর্ভাবস্থাকালীন করো না ভাইরাস সংক্রমিত হয়,প্লাসেন্টার ভ্রূণ কোষগুলিতে সার্স–কোভ–২ সংক্রমণের ইমিউনোহিস্টোকেমিক্যাল এবং আল্ট্রা স্ট্রাকচারাল প্রমাণের ভিত্তিতে।’‌

গবেষক জানিয়েছেন, কোভিড–১৯ সংক্রমিত মা, যার টাইপ ২ ডায়বেটিস ধরা পড়ে, তিনি এক শিশুর জন্ম দেন। ৩৪ সপ্তাহেই ওই শিশু জন্ম নিয়ে নেয়। কারণ অকালেই মায়ের জল কাটতে শুরু করে দেয়। ডায়বেটিক মায়ের জন্ম নেওয়া শিশুটির মধ্যে জটিলতার সৃষ্টি হয়। ওই মহিলা সময়ের আগে প্রসবের কারণে তাঁর চিকিৎসা চলছিল নিওনাটাল আইসিইউতে, যাতে সম্ভাব্য করোনা বাইরাস সংক্রমণ না হয়। তবে সদ্যোজাত সুস্থ রয়েছে, তার স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস ও অন্য গুরুতর অঙ্গ–প্রত্যঙ্গ ঠিক রয়েছে। দ্বিতীয় দিন মায়ের জ্বর এবং হাল্কা শ্বাসকষ্ট দেখা দেয়।

গবেষকরা জানিয়েছেন, জন্মের দ্বিতীয় দিন শিশুটির মধ্যেও শ্বাসকষ্ট দেখা দিতে শুরু করে। এটা সময়ের আগে প্রসবের কারণেও হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, জন্মের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে শিশুটির কোভিড–১৯ পজিটিভ ধরা পড়ে। শিশুটিকে বহুদিন যাবৎ অক্সিজেনের পরিপূরক দেওয়া হয়, কিন্তু কোনও যান্ত্রিক ভেন্টিলেশনে রাখা হয় না। কোভিড–১৯ পজিটিভ ১৪ দিন পর্যন্ত থাকে। ২১দিনের মাথায় সুস্থ অবস্থায় মা ও শিশুকে বাড়িতে পাঠানো হয় বলে জানান গবেষকরা।

গবেষকরা প্লাসেন্টা পরীক্ষা করেছিলেন, যা টিস্যু প্রদাহের লক্ষণগুলি দেখিয়েছিল। এছাড়াও, বিশেষ পরীক্ষাগুলি করোনা ভাইরাস কণাগুলির উপস্থিতি এবং প্ল্যাসেন্টার ভ্রূণ কোষগুলিতে কোভিড -১৯ ভাইরাসের জন্য নির্দিষ্ট একটি প্রোটিন (সার্স–কোভ–২ নিউক্লিওক্যাপসিড প্রোটিন) নথিভুক্ত করে। এই খোঁজগুলি নিশ্চিত প্রমাণ দেয় যে মাতৃগর্ভে সংক্রমিত হতে পারে এই সংক্রমণ, তা জন্মের আগে বা পরে হতে পারে।

English summary
Coronavirus can be transmitted in the mother's womb, researchers claim
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X