For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর আবহে বাড়ছে সংক্রমণ, করোনার ছোঁয়া বাঁচিয়ে কীভাবে নিরাপদে রাখবেন শিশুদের

পুজোর আবহে বাড়ছে সংক্রমণ, করোনার ছোঁয়া বাঁচিয়ে কীভাবে নিরাপদে রাখবেন শিশুদের

Google Oneindia Bengali News

এসে গিয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। রাস্তায় বেরিয়ে পড়েছেন শহরবাসী। প্রথমা, দ্বিতীয় থেকেই মণ্ডপে ভিঁড় করে ঠাকুর দেখার হুজুগে মেতেছেন শহরবাসী। ভুলেই গিয়েছেন করোনা মহামারী চলছে গোটা বিশ্বে। যেকোনও মুহূর্তে তার গ্রাসে পড়তে পারেন তাঁরা। এই পরিস্থিতিতে অনেকেই বাড়ির বাচ্চাদের নিয়েও ঠাকুর দেখতে বেরোচ্ছেন। তাঁদের নিরাপদে রাখা অত্যন্ত জরুরি। যদিও করোনার থাবা শিশুদের উপর তেমন গাঢ় হচ্ছে না।

শিশুদের নিরাপদে রাখুন

শিশুদের নিরাপদে রাখুন

করোনা সংক্রমণের মধ্যেই শুরু হয়েছে রাজ্যে দুর্গাপুজো। অনেকেই বাড়ির বাইরে বেরোচ্ছেন ঠাকুর দেখছে। সঙ্গে বাড়ির ছোটটিকেও নিচ্ছেন। সবার আগে জানানো জরুরি এবার বাড়িতে বসে ভার্চুয়াল ঠাকুর দেখাই সবচেয়ে নিরাপদ। নেহাত যদি বেরোতেই হয় তাহলে পাড়ার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখুন। শিশুদের মুখে মাস্ক যেন অবশ্যই থাকে। এড়িয়ে চলুন ভিড়। ফাঁকা জায়গা দিয়ে হাঁটার চেষ্টা করুন।

মাস্ক আবশ্যিক

মাস্ক আবশ্যিক

করোনা কালে মাস্ক হচ্ছে প্রথম ঢাল। যা সব বয়সের মানুষকে সংক্রমণ থেকে অনেকটাই দূরে রাখতে পারে। শিশুদেরও বাইরে বেরোলেই মাস্ক পরিয়ে রাখুন। বারবার হাত ধোয়ার অভ্যাস তৈরি করুন তাঁদের মধ্যে। এখানে আবার নজর রাখতে হবে হাত ধোয়ার আছিলায় বেশি জলে থাকার চেষ্টা না করে শিশুটি। তাহলে আবার ঠান্জা লেগে যাওয়ার আশঙ্কা থাকে।

জ্বর হলেই ডাক্তারের পরামর্শ

জ্বর হলেই ডাক্তারের পরামর্শ

মরশুম বদলের সময় সবচেয়ে বেশি শিশুরাই প্রভাবিত হয়। জ্বর, ভাইরাল ফ্লু থেকে শুরু করে সর্দি, কাশি, ঠান্ডা লাগা দেখা যায়। জ্বর হতেই আতঙ্কিত হয়ে পড়বেন না সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। করোনা পরীক্ষা করাতে বললে তার সঙ্গে ডেঙ্গির পরীক্ষাও করিয়ে নেওয়া জরুরি। কারণ মরশুম বদলের সময় ডেঙ্গিতেও আক্রান্ত হচ্ছে শিশুরা।

খাবারের বিশেষ যত্ন

খাবারের বিশেষ যত্ন

শিশুদের জাঙ্ক ফুডো আসক্তি বেশি থাকে। কিন্তু এই করোনা মহামারী কালে যতটা সম্বভ কম বাইরের খাবার দেওয়ার চেষ্টা করুন শিশুদের। তাঁদের ইমিউনিটি পাওয়ার যাতে বাড়ে সেরকম খাবার খাওয়ান। ভাত-ডাল রুটির সঙ্গে মাছ- মাংস-ডিম প্রোটিন যুক্ত খাবার বেশি খাওয়ানোর চেষ্টা করুন এতে শরীরে সহজে করোনা থাবা বসাতে পারবে না। যদিও সার্বিক ভাবে শিশুদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা কমই ঘটছে।

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

দূরত্ব কি ঘুচলো! রাজ্য পুলিশের দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল ধনখড়দূরত্ব কি ঘুচলো! রাজ্য পুলিশের দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল ধনখড়

English summary
Ahed of Durga Puja coronavirus infection raised in Bengal to prevent infection what you take care for childrens
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X