For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০২০ : টেস্টে রানের ফুলঝুরি! ইংল্যান্ড-নিউজিল্যান্ডের কাছে হার ভারত-অস্ট্রেলিয়ার

ফিরে দেখা ২০২০ : টেস্টে রানের ফুলঝুরি! ইংল্যান্ড-নিউজিল্যান্ডের কাছে হার ভারত-অস্ট্রেলিয়ার

  • |
Google Oneindia Bengali News

শেষ হল ২০২০। করোনা ভাইরাসের আবহে বিপন্ন হতে চলা মানবসভ্যতা ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছে। কোভিড ১৯ টিকার বলে বলীয়ান ২০২১ বিশ্বকে অন্য সকালের মুখ দেখাবে বলে আশা মানুষের। তারই মধ্যে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে ক্রিকেট। ২০২০ প্রত্যক্ষ করেছে জড়তা কাটানো বেশকিছু দুর্দান্ত টেস্ট ম্যাচ। সেই প্রেক্ষাপটে দেখে নেওয়া যাক, শেষ হতে চলা বছরে লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি রান এসেছে কাদের ব্যাট থেকে। ২০২০-তে সর্বাধিক টেস্ট খেলা ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের প্রাধান্যই বেশি এই তালিকায়।

পাঁচে বাটলার

পাঁচে বাটলার

বিশ্ববাসীর কাছে ২০২০ অভিশপ্ত হলেও ইংল্যান্ডের উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান জস বাটলারের কাছে বছরটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ শেষ ৩৬৫ দিনে তিনি টেস্টে ৪৯৭ রান সংগ্রহ করেছে। একটি শতরান ও দুটি অর্ধশতরান তাতে সামিল রয়েছে। ৩৮.২৩-এর ব্যাটিং নিয়ে তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন জস বাটলার।

চারে উইলিয়ামসন

চারে উইলিয়ামসন

২০২০ সালের শেষ আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকার পয়লা নম্বর ব্যাটসম্যানের মর্যাদা পেয়েছেন কেন উইলিয়ামসন। শেষ হতে চলা এই বছরে লাল বলের ক্রিকেটে ৬টি ইনিংস খেলে ৪৯৮ রান করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। তাঁর সর্বোচ্চ স্কোর ২৫১ এসেছে ঘরের মাঠে।

তিনে ক্রাওলে

তিনে ক্রাওলে

২০২০ সালে যে তিন ব্যাটসম্যান টেস্টে ৫০০-এর বেশি রান করেছেন, তাঁদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জ্যাক ক্রাওলে। তাঁর ব্যাট থেকে এসেছে মোট ৫৮০ টেস্ট রান। দেশের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ২৬৭ রানের ম্যারাথন ইনিংস এখনও পর্যন্ত তাঁর সর্বোচ্চ।

দুইয়ে সিবলে

দুইয়ে সিবলে

২০২০ সালে ৯টি টেস্ট খেলেছেন ইংল্যান্ড ব্যাটসম্যান ডম সিবলে। তরুণ ক্রিকেটারের ব্যাট থেকে এসেছে ৬১৫ রান। দুটি শতরান ও দুটি অর্ধশতরান সামিল রয়েছে তাতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৩৩ রানের অপরাজিত ইনিংস তাঁর কেরিয়ার সেরা।

শীর্ষে স্টোকস

শীর্ষে স্টোকস

করোনা ভাইরাসে বিপর্যস্ত ২০২০-তে বাবাকে হারিয়েছেন ইংল্যান্ডের অল-রাউন্ডার বেন স্টোকস। শেষ হতে চলা বছরে টেস্টে সবচেয়ে বেশি রানও এসেছে তাঁর ব্যাট থেকে। লাল বলের ফর্ম্যাটে সর্বাধিক ৬৪১ রান করেছেন বেন। দেশকে দুটি শতরান ও দুটি অর্ধশতরান দিয়েছেন অল-রাউন্ডার।

নটরাজন নয়, উমেশের পরিবর্তে খেলতে পারেন এই পেসার, জল্পনা তুঙ্গেনটরাজন নয়, উমেশের পরিবর্তে খেলতে পারেন এই পেসার, জল্পনা তুঙ্গে

English summary
Year ender 2020 : Top five batsmen who score most runs in test in this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X