For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লুইসের বিধ্বংসী ব্যাটিং, অস্ট্রেলিয়াকে হারিয়ে টি২০ সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের

ইভিন লুইসের (evin lewis) বিধ্বংসী ব্যাটিং। ৩৪ বলে ৭৯ রান। যার জেরে সেন্ট লুসিয়ায় পঞ্চম খেলায় অস্ট্রেলিয়াকে (australia) ১৬ রানে হারিয়ে টি ২০ (t20) সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ (west indies)। ওয়েস্ট ইন্ডিজের এই ফর্ম এব

  • |
Google Oneindia Bengali News

ইভিন লুইসের (evin lewis) বিধ্বংসী ব্যাটিং। ৩৪ বলে ৭৯ রান। যার জেরে সেন্ট লুসিয়ায় পঞ্চম খেলায় অস্ট্রেলিয়াকে (australia) ১৬ রানে হারিয়ে টি ২০ (t20) সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ (west indies)। ওয়েস্ট ইন্ডিজের এই ফর্ম এবছরের বিশ্বকাপের আগে সব দলকে কার্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বলেও মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

লুইয়ের বিধ্বংসী ব্যাটিং, অস্ট্রেলিয়াকে হারিয়ে টি২০ সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের

অস্ট্রেলিয়ার সামনে ২০০ রানের টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভাবে ফিলিপের উইকেট হারালেও অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং মার্স হাল ধরেন। তবে এই দুজন ফিরে যেতেই ধাক্কা লাগে অস্ট্রেলিয়ার শিবিরে। ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রানের তাদের ইনিংস শেষ হয়ে যায় ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজের তরফে শেলডন কটরেল ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। রাসেল ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার লুইসের কাঁধে ভর করে এগিয়ে যায় ক্যারেবিয়ানরা। নটি ছয় ও চারটি চার মেরে দলের রান ১৯৯-এ নিয়ে যেতে সাহায্য করেন। খেলার শেষে লুইস জানিয়েছেন, জয়ে অংশ নিতে পেরে তিনি খুশি। ২০১৭ থেকে তিনি কঠোর পরিশ্রম করে চলেছেন। পাকিস্তান সফরের আগে এই জয় যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।

১৫ ওভারে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গিয়েছিল ১৬৯-তে। এরই মধ্যে ক্রিস গেই ২১ ও সিমন্স ২১ রান করেন। এরপরেই অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই ও অ্যাডাম জাম্পা শেষ পাঁচ ওভাবে ক্যারেবিয়ানদের চেপে ধরেন।

দুই দলই এবার ২০ জুলাই থেকে তিনটি আন্তর্জাতিক একদিনের ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে।

(প্রতীকী ছবি)

স্টাফ স্পেশালে বিনা পয়সায় নয়, টিকিট কেটেই যেতে চান যাত্রীরা! কবে থেকে চলবে ট্রেন, অবস্থান জানাল রেলস্টাফ স্পেশালে বিনা পয়সায় নয়, টিকিট কেটেই যেতে চান যাত্রীরা! কবে থেকে চলবে ট্রেন, অবস্থান জানাল রেল

English summary
West Indies defeats Australia by 16 runs in t20 world Championship win series by 4-1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X