For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট চমকে ক্রিকেট দুনিয়ায় কোহলি-বন্দনা! ভারতের টি ২০ অধিনায়ক হিসেবে ঈর্ষণীয় রেকর্ডটি জানেন?

  • |
Google Oneindia Bengali News

বিরাট কোহলির নেতৃত্বে এবারই প্রথম ও শেষবার টি ২০ বিশ্বকাপ খেলবে ভারত। কেন না, শেষ টি ২০ বিশ্বকাপটি হয়েছিল ২০১৬ সালে। আজ সন্ধ্যায় আচমকাই বিরাট কোহলি টি ২০ দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করায় পরিস্থিতি এমনই দাঁড়াল যে বিরাট টি ২০ বিশ্বকাপে প্রথম এবং শেষবার ভারতীয় দলের নেতা হিসেবে মাঠে নামবেন। এটা ঠিক, বিরাট কোহলির নেতৃত্বে ভারত একটিও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়নি। কিন্তু আজ তাঁর এই সিদ্ধান্ত গোটা দলে ভোকাল টনিকের মতো কাজ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিরাটের অনন্য নজির

বিরাটের অনন্য নজির

বিরাট কোহলিই এশিয়ার দলগুলির মধ্যে একমাত্র যিনি অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে টি ২০ সিরিজ জিতে ফিরেছেন। টি ২০ অধিনায়ক হিসেবে বিরাটের সাফল্যের শতকরা হার প্রায় ৬৫ শতাংশ। এখনও অবধি ভারতকে ৪৫টি টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়েছেন বিরাট। জিতেছেন ২৯টিতে, পরাজয় ১৪টিতে, দুটি পরিত্যক্ত বা অমীমাংসিত। ফলে বিরাটের অধিনায়ক হিসেবে সাফল্যের শতকরা হার ৬৪.৪৪ শতাংশ। বিরাটের আগে রয়েছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগান। যদিও আফগানিস্তানের সঙ্গে ভারতের তুলনা হয় না, কেন না আফগানিস্তান খেলে দুর্বল দেশগুলির বিরুদ্ধে। একমাত্র আফগানই বিরাটের আগে রয়েছেন, অধিনায়ক হিসেবে তাঁর সাফল্যের হার ৮০.৭৭ শতাংশ।

ধোনিদের চেয়ে এগিয়ে

ধোনিদের চেয়ে এগিয়ে

বিরাটের পর যাঁরা রয়েছেন তাঁরা হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ দু প্লেসি (৬২.৫০ শতাংশ), ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান (৬০.৯৪ শতাংশ), ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামি (৫৯.৫৭ শতাংশ) এবং প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৫৮.৩৩ শতাংশ)। প্রথম টি ২০ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির অধিনায়কত্বে ২০০৭ সালে। ধোনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৭২টি টি ২০ আন্তর্জাতিকে। জয় ৪২টি, পরাজয় ২৮টিতে, পরিত্যক্ত বা অমীমাংসিত ২টি ম্যাচ। ধোনি এবার ভারতীয় দলের সঙ্গে টি ২০ বিশ্বকাপে থাকবেন মেন্টর হিসেবে। বিরাটকে টি ২০ অধিনায়কত্ব ছাড়ার আগে গোটা দল এককাট্টা হয়ে বিশ্বকাপ উপহার দিতে যে চাইবে সে কথা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীও এই বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ছেন। ফলে অনেকেই ২০১১ সালের বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের জন্য যেভাবে ভারতের সকলে ঝাঁপিয়েছিলেন, সেই ঘটনারই পুনরাবৃত্তির অপেক্ষায় রয়েছেন।

শেষ ১০ সিরিজে

শেষ ১০ সিরিজে

বিরাট কোহলির নেতৃত্বে ভারতের খেলা শেষ ১০টি টি ২০ সিরিজের দিকে নজর দেওয়া যাক। শেষ ১০টির মধ্যে সিরিজ জয় ৭টিতে- ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-২, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫-০, শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-১ ও ২-০ ও ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ সিরিজে ২-১ ব্যবধানে জয়। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ ড্র রেখেছে ভারত। অস্ট্রেলিয়ার কাছে একটি সিরিজেই হারতে হয়েছে। ভারত শেষ টি ২০ সিরিজ খেলেছে ইয়ন মর্গ্যানের ইংল্যান্ডের বিরুদ্ধে এবারের আইপিএল শুরুর ঠিক আগেই। সেই সিরিজেও জিতেছে বিরাট-বাহিনী।

বিসিসিআইয়ের বক্তব্য

বিসিসিআইয়ের বক্তব্য

বিরাট কোহলির টি ২০ অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পর বিসিসিআই সচিব জয় শাহ টুইটে লিখেছেন, ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলির অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানাই। ইয়ং ট্যালেন্ট হিসেবে তাঁর যা ফোকাস এবং দৃঢ়সংঙ্কল্প মনোভাব তা অতুলনীয়। তিনি যেভাবে নিজের ব্যক্তিগত পারফরম্যান্স ও দেশের অধিনায়কত্ব করার মধ্যে ভারসাম্য বজায় রেখে চলেন তা সবচেয়ে প্রশংসনীয় দিক। বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা হলেন, টি ২০ আন্তর্জাতিকেও বিরাট কোহলির অনেক অবদান। শুধু ব্যাটসম্যান হিসেবে নয়। অধিনায়ক হিসেবেও। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তাকে সম্মান জানাই। আমি নিশ্চিত, বিরাট কোহলির নেতৃত্বে ভারত এবার টি ২০ বিশ্বকাপ জিততে সক্ষম হবে।

টি ২০ আন্তর্জাতিকে বিরাট

টি ২০ আন্তর্জাতিকে বিরাট

২০১৭ সাল থেকে টি ২০ আন্তর্জাতিকে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। এখনও অবধি ৪৫টি ম্যাচে ৪৩টি ইনিংসে তিনি রান করেছেন ১৫০২। সর্বাধিক অপরাজিত ৯৪। গড় ৪৮.৪৫। স্ট্রাইক রেট ১৪৩.১৮। ১২টি হাফ সেঞ্চুরি রয়েছে। ২০১০ থেকে ২০১৬ সাল অবধি তিনি যখন অধিনায়ক হননি টি ২০ দলের, এই সময়কালে ৪৫ ম্যাচে ৪১টি ইনিংসে তাঁর রান ১৬৫৭। ১৬টি হাফ সেঞ্চুরি করেছেন, সর্বাধিক অপরাজিত ৯০। গড় ৫৭.১৩। স্ট্রাইক রেট ১৩৫.৪৮। টি ২০ অধিনায়কত্ব ছেড়ে বিরাট ব্যাটিংয়ে আরও বেশি মনোনিবেশ করলে আখেরে ভারতীয় দল যে সমৃদ্ধ হবে তা নিশ্চিতভাবে বলা যায়।

English summary
Virat Kohli Will Step Down From T20 Captaincy After T20 World Cup. Virat's Focus And Determination As The Captain Is Unmatched Says BCCI Secretary Jay Shah.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X