For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০-তে ম্যাচ জেতানো সেরা বোলিং পারফরম্যান্সগুলি দেখে নেওয়া যাক

আইপিএল ২০২০-তে ম্যাচ জেতানো সেরা বোলিং পারফরম্যান্সগুলি দেখে নেওয়া যাক

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০ শেষ হওয়ার পরই পরবর্তী সংস্করণের প্রস্তুতি কার্যত শুরু হয়ে গিয়েছে। মেগা নিলাম ও নবম দলের অন্তর্ভূক্তি নিয়ে আলোচনা এবং পর্যালোচনার মধ্যেই দেখে নেওয়া যাক, সদ্য শেষ হওয়া আইপিএলে ম্যাচ জেতানো সেরা বোলিং স্পেল এসেছে কোন কোন ক্রিকেটারের হাত থেকে। কোন দলের বিরুদ্ধে কে কেমন কেরামতি দেখিয়েছেন, সেদিকে নজর ফেরানো যাক।

লকি ফার্গুসন

লকি ফার্গুসন

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল২০২০-এর অতি গুরুতিবপূর্ণ ম্যাচ সুপার ওভারে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। ওই ম্যাচেই কেকেআরের জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে তিনি ৩ উইকেট নিয়েছিলেন। সুপার ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে কেকেআর-কে জয়ের মুখ দেখিয়েছিলেন কিউয়ি ফাস্ট বোলার।

টি নটরাজন

টি নটরাজন

গত ২৯ সেপ্টেম্বর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আগে ব্যাট করে নির্ধারিত দিল্লিকে ১৬৩ রানের লক্ষ্য দিয়েছিল সানরাইজার্স। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৮তম ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৯ রানে দাঁড়িয়েছিলেন শ্রেয়স আইয়াররা। সেই ওভারে পাঁচটি ইয়র্কার ফেলেছিলেন সানরাইজার্সের ফাস্ট বোলার টি নটরাজন। শেষ ইয়র্কারে বোল্ড হয়েছিলেন মার্কাস স্টইনিস।

ট্রেন্ট বোল্ট

ট্রেন্ট বোল্ট

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পঞ্চম বারের জন্য আইপিএল খেতাব ঘরে তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। ম্যাচের প্রথম ওভারের প্রথম বলে ইন-ফর্ম মার্কাস স্টইনিসকে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি পাওয়ার প্লে-তে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে রোহিত শর্মাদের জয়ের ভিত গড়ে দেন কিউয়ি ফাস্ট বোলার।

জোফ্রা আর্চার

জোফ্রা আর্চার

গত ৩০ অক্টোবর আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জয় নিশ্চিত করেছিলেন জোফ্রা আর্চার।

English summary
Top five bowling performances which are valuable in terms of match progress in IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X