For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পন্টিং-স্মিথকে ধরেই ফেললেন বিরাট, অতি সম্মানজনক ক্লাবের তৃতীয় সদস্য ভারত অধিনায়ক

পন্টিং-স্মিথকে ধরেই ফেললেন বিরাট, অতি সম্মানজনক ক্লাবের তৃতীয় সদস্য ভারত অধিনায়ক

  • |
Google Oneindia Bengali News

রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলে কিংবদন্তি রিকি পন্টিং ও গ্রেম স্মিথকে ধরে ফেললেন বিরাট কোহলি। অতি সম্মানজনক এক ক্লাবের তৃতীয় সদস্য হয়ে নিজের মুকুটে নতুন পালক যোগ করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এ ব্যাপারে বিস্তারিত পরিসংখ্যান জেনে নেওয়া যাক।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিরাট

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিরাট

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে কোনও রান না করেই সাজঘরে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি। তা নিয়ে ক্রিকেট প্রেমীদের আফসোসের শেষ ছিল না। তাই দ্বিতীয় ম্যাচে সেই খামতি পূরণ করে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ৪৯ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বিরাট। পাঁচটি চার ও তিনটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে।

অধিনায়ক হিসেবে বিরাটের ১২ হাজার

অধিনায়ক হিসেবে বিরাটের ১২ হাজার

২০১৪ সাল থেকে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। এই সাত বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করলেন ভারত অধিনায়ক। টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১৯৪টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১২০৫৬ রান করেছেন ভারত অধিনায়ক। প্রবেশ করেছেন এক সম্মানজনক ক্লাবে। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন ভারত অধিনায়ক।

শীর্ষে কিংবদন্তি পন্টিং

শীর্ষে কিংবদন্তি পন্টিং

জাতীয় দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া অবস্থায় ১৫৪৪০ আন্তর্জাতিক রান এসেছে পন্টিংয়ের ব্যাট থেকে।

দ্বিতীয় স্থানে স্মিথ

দ্বিতীয় স্থানে স্মিথ

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ। জাতীয় দলের অধিনায়ক থাকা অবস্থায় ১৪৭৮৭ আন্তর্জাতিক রান করেছেন কিংবদন্তি বাঁ-হাতি ব্যাটসম্যান।

English summary
Team India captain Virat Kohli became third cricketer to complete 12000 international
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X