For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত সুশান্ত সিং-এর পর্দার ছাত্র মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিশ্রুতিমান ক্রিকেটার!

প্রয়াত সুশান্ত সিং-এর পর্দার ছাত্র মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিশ্রুতিমান ক্রিকেটার!

  • |
Google Oneindia Bengali News

অভিনেতা সুশান্ত সিং রাজপুত প্রয়াত হলেও তাঁর কাজ সর্বদা বেঁচে থাকবে রূপালি পর্দায়। তার করা প্রতিটি সিনেমাই মুর্ত সময়ের দলিল। তারই এক অংশ বা সুশান্তের পর্দার ছাত্র এবার খেলতে চলেছেন আইপিএল। তাও আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মু্ম্বই ইন্ডিয়ান্সের নজর কেড়েছেন তিনি।

ধোনির বায়োপিক ছাড়াও পর্দায় ক্রিকেটার সুশান্ত

ধোনির বায়োপিক ছাড়াও পর্দায় ক্রিকেটার সুশান্ত

টিভি সিরিয়াল পবিত্র রিস্তার মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। বলিউডে তিনি পা রেখেছিলেন ২০১৩ সালে, গুজরাত দাঙ্গার ওপর ভিত্তি করে তৈরি হওয়া সিনেমা 'কাই পো ছে'-র মাধ্যমে। তাতে একজন ক্রিকেটার তথা কোচের চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত।

সুশান্তের ছাত্র

সুশান্তের ছাত্র

'কাই পো ছে' সিনেমায় দেখানো হয়েছিল যে সব প্রতিকূলতাকে ভেদ করে এক বিশেষ সম্প্রদায়ের কিশোরকে ক্রিকেট অনুশীলন করানোর জেদ ধরেছিলেন সুশান্ত। ওই ছাত্রের জন্য সিনেমায় প্রাণও দিতে হয়েছিল অভিনেতাকে। চলচ্চিত্রের শেষ অধ্যায়ে সুশান্তের ওই ছাত্রকে পরিণত অবয়বে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল।

কে ওই ছাত্র

কে ওই ছাত্র

কাই পো ছে সিনেমায় সুশান্ত সিং রাজপুতের ওই পর্দার ছাত্রের আসল নাম দ্বিগ্বিজয় দেশমুখ। মহারাষ্ট্রের বাসিন্দা এবং সেই রাজ্যের একজন উঠতি ফাস্ট বোলার। ২০১৩ সালে দ্বিগ্বিজয়ের বয়স ছিল ১৪। এখন তিনি একুশ। ঘরোয়া ক্রিকেটে চুটিয়ে খেলে বেশ সফলও হয়েছেন এই অভিনেতা-টার্নড ক্রিকেটার।

আইপিএলে সুযোগ

আইপিএলে সুযোগ

২০২০ আইপিএলের জন্য দ্বিগ্বিজয় দেশমুখকে নিলামে কিনেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর বেস প্রাইজ ছিল ২০ লাখ টাকা। আইপিএলে সুযোগ পেলেও পর্দার কোচ সুশান্ত ভাইয়া তাঁর খেলা দেখতে পারবেন না, তা ভেবেই নিজেকে সামলাতে পারছেন না দ্বিগ্বিজয় দেশমুখ।

ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি স্টেডিয়াম কোভিড যোদ্ধাদের উৎসর্গ করল কাতারফুটবল বিশ্বকাপের জন্য তৈরি স্টেডিয়াম কোভিড যোদ্ধাদের উৎসর্গ করল কাতার

English summary
Sushant Singh Rajput's cricket students will play IPL for Mumbai Indians
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X