For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে টেস্ট শীর্ষে ফের স্মিথ, উঠলেন কোহলি, নামলেন উইলিয়ামসন

বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ফের টেস্ট শীর্ষে স্মিথ, নামলেন উইলিয়ামসন ও কোহলি

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে কেন উইলিয়ামসনকে টপকে ফের সেরার আসনে বসলেন স্টিভ স্মিথ। আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষ স্থানে উঠে এলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান। অন্যদিকে হাই-ভোল্টেজ ম্যাচে খেলতে নামার আগে আরও একধাপ উঠলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। নামলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও।

ফের টেস্ট শীর্ষে স্মিথ

ফের টেস্ট শীর্ষে স্মিথ

বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার দুই দিন আগে ব্যাটসম্যানদের টেস্ট ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে একধাপ নেমে গিয়েছেন কেন উইলিয়ামসন। প্রথম থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। ৮৮৬ রেটিং রয়েছে তাঁর পকেটে। ক্রমতালিকার শীর্ষ স্থানে আরও একবার জায়গা করে নিয়েছেন স্টিভ স্মিথ। ৮৯১ পয়েন্ট রয়েছে অস্ট্রেলীয় ব্যাটসম্যানের ঝুলিতে। বিরাট কোহলিকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। তাঁর রেটিং ৮৭৮।

একধাপ উঠলেন বিরাট কোহলি

একধাপ উঠলেন বিরাট কোহলি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার দুই দিন আগে একধাপ উঠলেন বিরাট কোহলি। আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকায় পঞ্চম থেকে চতুর্থ স্থানে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তাঁর রেটিং ৮১৪। একধাপ নেমে পঞ্চম স্থানে এসে দাঁড়িয়েছেন জো রুট। ইংল্যান্ড অধিনায়কের ঝুলিতে রয়েছে ৭৯৭ রেটিং। ষষ্ঠ এবং সপ্তম স্থানে নিজেদের জায়গা ধরে রাখা ভারতের ঋষভ পন্থ ও রোহিত শর্মার রেটিং ৭৪৭। ক্রমতালিকার অষ্টম, নবম ও দশম স্থানে অবস্থান করছেন যথাক্রমে নিউজিল্যান্ডের হেনরি নিকোলস, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ও পাকিস্তানের বাবর আজম।

অপরিবর্তিত অশ্বিন

অপরিবর্তিত অশ্বিন

আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় নিজের জায়গা ধরে রেখেছেন রবিচন্দ্রণ অশ্বিন। ৮৫০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানেই অবস্থান করছেন ভারতীয় অফ স্পিনার। ৯০৮ পয়েন্ট নিয়ে তালিকার প্রথম স্থানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ৮৩০ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। বোলিং বিভাগের প্রথম দশে আর কোনও ভারতীয় স্থান না পেলেও একাদশতম স্থানে অবস্থান করছেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ।

দ্বিতীয় স্থানেই জাদেজা

দ্বিতীয় স্থানেই জাদেজা

আইসিসি-র টেস্ট ক্রমতালিকার অল-রাউন্ডারদের বিভাগের দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তাঁর রেটিং ৩৮৬। তালিকার শীর্ষ স্থানে থাকা জেসন হোল্ডারের রেটিং ৪১২। ৩৭৭ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। চতুর্থ স্থানে থাকা ভারতের রবিচন্দ্রণ অশ্বিনের ঝুলিতে রয়েছে ৩৫৩ রেটিং।

English summary
Steve Smith reach to the number one ranking in test, Virat Kohli drops to fourth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X