For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিজে এগিয়ে যেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জিততে দরকার ২৬৩, হতাশ করলেন ভুবি

Google Oneindia Bengali News

কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে সিরিজে এগিয়ে যাওয়ার হাতছানি শিখর ধাওয়ানের ভারতের সামনে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ খুব বড় রান তুলতে পারেনি। ভারতকে জিততে হলে করতে হবে ২৬৩। ভুবনেশ্বর কুমার উইকেট না পেলেও দুটি করে উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব ও দীপক চাহার।

শ্রীলঙ্কার ভালো শুরু

শ্রীলঙ্কার ভালো শুরু

ভারতের হয়ে এই ম্যাচে অভিষেক হয় ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদবের। দীপক চাহার ২০১৯ সালের পর দেশের হয়ে চতুর্থ একদিনের ম্যাচ খেলার সুযোগ পেলেন। শ্রীলঙ্কার দুই ওপেনার শুরুটা ভালোই করেছিলেন। ৯.১ ওভারে দলের ৪৯ রানের মাথায় আবিষ্কা ফার্নান্দোকে ফেরান চাহাল। ৩৫ বলে ৩২ রান করেন শ্রীলঙ্কার ওপেনার। অপর ওপেনার তথা উইকেটকিপার মিনোদ ভানুকারও আজ একদিনের আন্তর্জাতিকে অভিষেক হল, তিনি কুলদীপের শিকার হন ২৭ রান করে।

চামিকা ঝড়ে আড়াইশো পার

নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকায় শ্রীলঙ্কা খুব বড় রান তুলতে পারেনি। চার বছরে দশম অধিনায়ক হিসেবে দেশকে নেতৃত্ব দিতে নামা দাসুন শনকা করেন ৩৯। তিনিও চাহালের বলে আউট হন। চরিথ আসালঙ্কা করেন ৩৮, ভানুকা রাজাপক্ষ করেন ২৪। রাজাপক্ষ ২২ বলে ২৪ করেন দুটি চার ও দুটি ছয়ের সাহায্যে। চাহারের বলে আসালঙ্কার ক্যাচ ধরেন ঈশান, একদিনের আন্তর্জাতিকে উইকেটকিপার হিসেবে এটি তাঁর প্রথম শিকার। শ্রীলঙ্কা ২৫০ পেরোতে সক্ষম হয় চামিকা করুণারত্নের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে। ৩৫ বলে ৪৩ করে অপরাজিত থাকেন আটে নামা এই ক্রিকেটার। মেরেছেন একটি চার ও দুটি ছয়। ৫০ ওভারে শ্রীলঙ্কা তোলে ৯ উইকেটে ২৬২।

ভারতীয় বোলিংয়ের পরিসংখ্যান

ভারতীয় বোলিংয়ের পরিসংখ্যান

ভারতীয় বোলিংকে চিন্তায় রাখল সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমারের ফর্ম। ৭ ওভারে ৬৩ রান দিলেন তিনি। তবে ২০১৯ সালের পর ফের একদিনের আন্তর্জাতিকে কিছুটা ভরসা দিল কুল-চা জুটি। চাহাল ১০ ওভারে ৫২ রানের বিনিময়ে ২টি উইকেট পেলেন। কুলদীপ যাদব ৯ ওভারে ১ মেডেন-সহ ৪৮ রানে দুটি উইকেট নেন। ক্রুণাল পাণ্ডিয়া ১০ ওভারে ১ মেডেন-সহ ২৬ রানে এক উইকেট দখল করেন। ৫ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রানের বিনিময়ে একটি উইকেট পান হার্দিক পাণ্ডিয়া। দীপক চাহার সাত ওভারে একটি মেডেন-সহ নেন ২টি উইকেট, ৩৭ রানের বিনিময়ে। দেশের হয়ে ১৩টি টি ২০ খেলা চাহারের ২০১৮ সালে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল আফগানিস্তানের বিরুদ্ধে দুবাইয়ে। এরপর ২০১৯ সালে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি ম্যাচে একটি উইকেট পাওয়ায় এই ম্যাচের আগে তাঁর উইকেটসংখ্যা ছিল ২। আইপিএলের পর তাঁর এদিনের বোলিং অবশ্য দলকে ভরসা দিল।

English summary
Sri Lanka Set The Target Of 263 Runs For India To Win The First ODI In Colombo. Yuzvendra Chahal, Kuldeep Yadav And Deepak Chahar Grabbed Two Wickets Each.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X