For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতকে হারিয়েও অস্বস্তি কাটছে না দক্ষিণ আফ্রিকার, বিশ্বকাপে খেলা নিয়েই সংশয়

Google Oneindia Bengali News

লখনউয়ে প্রথম একদিনের আন্তর্জাতিকে ভারতকে ৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবার রাঁচিতে জিতলেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে তেম্বা বাভুমার দল। যদিও তাতেও অস্বস্তি কাটবে না প্রোটিয়াদের। ২০২৩ সালে ভারতে হবে ৫০ ওভারের বিশ্বকাপ। প্রোটিয়াদের সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন এখনও বিশ বাঁও জলে।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার খেলা নিয়ে সংশয়

হেইনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) গতকাল ম্যাচের সেরা হয়েছেন। ৬টি চার ও দুটি ছয়ের সাহায্যে তিনি ৬৫ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। ডেভিড মিলার অপরাজিত ছিলেন ৬৩ বলে ৭৫ রানে। ক্লাসেন ও মিলারের অপরাজেয় জুটিতে যোগ হয় ১৩৯ রান। ক্লাসেনও উপলব্ধি করছেন আগামী বছর বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের পথ খুবই কঠিন প্রোটিয়াদের জন্য। তিনি বলেন, আমরা জানি বিশ্বকাপের যোগ্যতা অর্জন খুবই কঠিন। তবে নিশ্চিতভাবে আমরা চেষ্টা চালাব। আপাতত আমাদের লক্ষ্য টি ২০ বিশ্বকাপ। বর্তমানে যাতে আমাদের নিয়ন্ত্রণ নেই সেই সব বিষয় নিয়ে ভাবছি না। দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে যখনই মাঠে নামি তখন জেতার লক্ষ্যেই আমরা নামি। ধাপে ধাপে ম্যাচ ধরে ধরে এগোতে চাইছি।

বিশ্বকাপের সুপার লিগ পর্যায়ে ভারত রয়েছে ষষ্ঠ স্থানে। আয়োজক দেশ হিসেবে ইতিমধ্যেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গিয়েছে মেন ইন ব্লুর। দক্ষিণ আফ্রিকা সবচেয়ে সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ বাতিল করায়। আইপিএলের ধাঁচে দক্ষিণ আফ্রিকায় যে টি ২০ লিগ (SA20) শুরু হচ্ছে তাকে প্রাধান্য দিতে গিয়েই একদিনের সিরিজ বাতিলের পথে হেঁটেছে প্রোটিয়ারা। এতে তাদের মূল্যবান ৩০ পয়েন্ট হাতছাড়া হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার নীচে রয়েছে শুধু জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডস। ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দুটি ম্যাচ খেলা বাকি, রবিবার ও মঙ্গলবার হবে এই দুটি খেলা। ভারতকে ৩-০ ব্যবধানে সিরিজে হারিয়ে দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জেতে এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে অসমাপ্ত সিরিজের দুটি ম্যাচে জয়লাভ করেও তাতেও বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের গ্যারান্টি নেই। সুপার লিগে ক্রমতালিকায় আইসিসির পূর্ণ সদস্যের ১২টি দেশের সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস। ২ বছর ধরে চলা বিশ্বকাপের সুপার লিগ পর্বের শেষে ৬টি দল নীচের দিকে থাকবে তাদের খেলতে হবে যোগ্যতা অর্জন পর্ব। এর আগে, ইংল্যান্ডে একদিনের সিরিজ ১-১ রেখেই ফিরেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে গতকালের জয়েও সুপার লিগে অবস্থানগত কোনও পরিবর্তনই হয়নি তেম্বা বাভুমাদের।

English summary
South Africa Might Miss Automatic Qualification For Next Year's World Cup. The Proteas Are are Languishing At 11th Position In The ICC Men’s Cricket World Cup Super League Standings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X