For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভকেই সবচেয়ে সাহসী ব্যাটসম্যান বললেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার

সৌরভকেই সবচেয়ে সাহসী ব্যাটসম্যান বললেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার

  • |
Google Oneindia Bengali News

সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিকে বাদ দিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেই সবচেয়ে সাহসী ব্যাটসম্যান বললেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। হ্যালো অ্যাপের লাইভ চ্যাটে নিজের বক্তব্যের কারণ বাখ্যা করেছেন রাউলপিন্ডি এক্সপ্রেস।

সৌরভের কেরিয়ার

সৌরভের কেরিয়ার

ভারতের হয়ে ১১৩টি টেস্ট, ৩১১টি ওয়ান ডে ম্যাচ খেলা সৌরভ গঙ্গোপাধ্যায় দুই ফর্ম্যাটে যথাক্রমে ৭২১২ ও ১১৩৬৩ রান করেছেন। দুই ফর্ম্যাট মিলিয়ে ৩৮টি শতরানও রয়েছে বিসিসিআই সভাপতির।

অধিনায়ক সৌরভ

অধিনায়ক সৌরভ

২০০০ সালে ম্যাচ ফিক্সিং কাণ্ডে যখন জর্জরিত ভারতীয় ক্রিকেট, তখন টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল অনভিজ্ঞ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। এরপরেই ভারতীয় ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। টিম ইন্ডিয়াকে ১৪৬টি ওয়ান ডে-তে নেতৃত্ব দিয়েছেন মহারাজ। ৭৬টি ম্যাচ জিতেছে ভারত। ৬৫টি ম্যাচে হার হজম করতে হয়েছে। অন্যদিকে সৌরভের নেতৃত্বে ৪৯টি টেস্ট খেলে ২১টি ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যে ১১টি জয় এসেছে বিদেশের মাটিতে।

সৌরভের সাফল্য

সৌরভের সাফল্য

অধিনায়ক হিসেবে দেশকে ২০০২-র চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি উপহার দিয়েছেন মহারাজ। তরুণ টিম ইন্ডিয়াকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েও দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল। সেই অস্ট্রেলিয়াকেই তাদের মাটিতে টেস্ট সিরিজ ড্র করাতে বাধ্য করেছিল সৌরভ ব্রিগেড। পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট ও ওয়ান ডে সিরিজ হারানো ভারতীয় অধিনায়কের নামও সৌরভ গঙ্গোপাধ্যায়।

শোয়েবের চোখে নেতা সৌরভ

শোয়েবের চোখে নেতা সৌরভ

হ্যালো অ্যাপের লাইভ চ্যাটে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। তাঁর দাবি, ১৯৯৯ সাল এবং তার আগে পর্যন্ত ভারতীয় দলকে হারানো পাকিস্তানের কাছে খুব একটা কঠিন কাজ ছিল না। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক হওয়ার পর সমীকরণ পাল্টে যায় বলে দাবি করেছেন রাউলপিন্ডি এক্সপ্রেস। ২০০০-এর পর (বিশেষ করে ২০০৪-র সিরিজ) থেকে মহারাজ নেতৃত্বাধীন ভারতীয় দল, পাকিস্তানকে নাস্তানাবুদ করতে শুরু করে বলে মনে করেন শোয়েব আখতার। আইপিএলে সৌরভের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন রাউলপিন্ডি এক্সপ্রেস।

শোয়েবের চোখে ব্যাটসম্যান সৌরভ

শোয়েবের চোখে ব্যাটসম্যান সৌরভ

এক ম্যাচে পাকিস্তান প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের বাউন্সার সৌরভের পাজরে আঘাত করেছিল। যন্ত্রণা-কাতর মহারাজ ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন। পরে মাঠে নেমে সেই শোয়েবকে জবাব দেওয়ার পাশাপাশি অর্ধশতরানও করেছিলেন। সেই ঘটনার সূত্র টেনে রাউলপিন্ডি এক্সপ্রেস বলেছেন, অনেকে মনে করেন তাঁর বল খেলতে ভয় পান সৌরভ। আদতে বিসিসিআই সভাপতির মতো সাহসী ব্যাটসম্যান তিনি দেখেননি বলে জানিয়েছেন শোয়েব। পাকিস্তানের কিংবদন্তির কথায়, গোটা বিশ্ব জানে যে শর্ট বলই কমজোরি ছিল সৌরভের। তাই বাইশ গজে মুখোমুখি হলে তিনি মহারাজকে শর্ট বলই বেশি করতেন বলে জানিয়েছেন শোয়েব। তবু প্রতি ম্যাচে ওপেন করতে নেমে সাহসিকতার পরিচয় দিয়ে সৌরভ দলের বাকি সদস্যদের কাছে দৃষ্টান্ত স্থাপন করতেন বলে বক্তব্য রাউলপিন্ডি এক্সপ্রেসের।

ছবিতে দেখুন, করোনার পর ক্রিকেটে খেলতে বিদেশে পৌঁছল এই দলছবিতে দেখুন, করোনার পর ক্রিকেটে খেলতে বিদেশে পৌঁছল এই দল

English summary
Shoaib Akhtar calls Sourav Ganguly as bravest batsman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X